টাকা নেওয়ার পরেও গাড়ির মালিককে হুমকি!
শেষ আপডেট: 10th September 2024 18:43
দ্য ওয়াল ব্যুরো, মুর্শিদাবাদ: পথ দুর্ঘটনা কবলে পড়েছিল মালবাহী গাড়ি। সেই দুর্ঘটনার মীমাংসা করার নামে ঘাতক গাড়ির মালিকের কাছ থেকে ১ লক্ষ ২৫ হাজার টাকা নিয়ে ছিলেন ব্লক সভাপতি। এই ঘটনার পরেও মালিকের কাছে টাকা চেয়ে হুমকি দেওয়ার অভিযোগ উঠল কংগ্রেসের ব্লক সভাপতির বিরুদ্ধে। ওই নেতার বিরুদ্ধে এমনই বিস্ফোরক দাবি করছেন গাড়ির মালিক। এই ঘটনায় শোরগোল পড়ে গেছে বড়ঞায়।
ওই এলাকার ব্লক কংগ্রেস সভাপতি আজাদ মল্লিক। তাঁর বিরুদ্ধে 'প্রতারণা'র অভিযোগ করেছেন ডোমকলের যুবক। বিপাকে পড়ে ইতিমধ্যেই বড়ঞা থানার দ্বারস্থ হয়েছেন ওই যুবক। স্থানীয় সূত্রে জানাগিয়েছে, ২০২১ সালে বড়ঞা থানার মসড্ডা গ্ৰামে একটি মালবাহী গাড়ির ধাক্কায় মৃত্যু হয় এক মহিলার। সেই সময় ওই মহিলার পরিবারের সম্মতিতে ১ লক্ষ ২৫ হাজার রফা হয়। ব্লক কংগ্রেসের সভাপতি আজাদ মল্লিকের উপস্থিতিতে মধ্যস্থতা হয়। তবে সেই টাকা নেওয়ার কথা অস্বীকার করছেন কংগ্রেস নেতা। একইসঙ্গে গাড়ি মালিক ওই যুবককে ২০ লক্ষ টাকা দাবি করে মামলা করার হুমকি দিয়েছে ওই যুবককে।
ইতিমধ্যেই এবিষয়ে একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে ব্লক সভাপতিকে ওই যুবকের কাছ থেকে টাকা বুঝে নিতে দেখা যাচ্ছে। এই ভিডিওর সত্যতা যাচাই করেনি দ্য ওয়াল। এমনকী একটি মুচলেকা ও সাক্ষ্য প্রমাণ রয়েছে ওই যুবকের কাছে। এই ঘটনাকে নিয়ে রীতিমতো রাজনৈতিক চর্চা শুরু হয়েছে। স্থানীয় তৃণমূল নেতৃত্ব কংগ্রেসের 'দাদাগিরি' নিয়ে সবর হয়েছে। বিজেপিও ছেড়ে কথা বলছে তাঁদের দাবি তৃণমূল ও কংগ্রেস বাংলায় লুঠের রাজনীতি করছে।