শেষ আপডেট: 9th July 2024 14:50
দ্য ওয়াল ব্যুরো, মুর্শিদাবাদ: বধূর অস্বাভাবিক মৃত্যু ঘিরে উত্তেজনা মুর্শিদাবাদের হরিহরপাড়ায়। বধূর বাপেরবাড়ির অভিযোগ, মেয়েকে খুন করা হয়েছে। শাশুড়ির পরকীয়া সম্পর্ক জেনে ফেলাতেই এই কাণ্ড ঘটিয়েছে শ্বশুরবাড়ির লোকজন।
মৃতের আত্মীয়রা জানিয়েছেন, গত দু'বছর আগে হরিহরপাড়া থানার প্রদীপ ডাঙা এলাকায় বাসিন্দা সাজিব মণ্ডলের সঙ্গে ১৯ বছরের এসমাতারা খাতুনের বিয়ে হয়। তাঁদের এক বছরের সন্তান রয়েছে। সাজিব পেশায় গাড়ি চালক। সোমবার সন্ধেবেলায় বাড়িতেই গলায় ফাঁস লাগানো অবস্থায় এসমাতারাকে পাওয়া যায়। শ্বশুরবাড়ি লোকজন তাঁকে উদ্ধার করে তড়িঘড়ি বহড়ান প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। সেখানে কর্তব্যরত ডাক্তার তাঁকে মৃত বলে ঘোষণা করেন। মেয়ের মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে যান বধূর বাবা-মা ও আত্মীয়রা।
বধূর মা বলেন, "কয়েকদিন আগেই মেয়ে বাড়িতে এসেছিল। তখন শাশুড়ির পরকীয়া সম্পর্কের কথা জানিয়েছিল। আমি তাকে সাবধান থাকতে বলেছিলাম। শনিবার জামাই ফোন করার পর মেয়ে শ্বশুরবাড়িতে চলে যায়। এর পরে মেয়ের সঙ্গে আর কথা হয়নি। সোমবার সন্ধেবেলা তাকে ফোন করতেই জানতে পারি সে গলায় দড়ি দিয়েছে।"
এরপরে ওই মহিলার অভিযোগ, শাশুড়ির পরকীয়া সম্পর্কের কথা জেনে ফেলাতেই মেয়েকে মারধর করার পরে গলা টিপে খুন করা হয়েছে। পরে গলায় ফাঁস লাগিয়ে ঝুলিয়ে দিয়েছে শাশুড়ি ও স্বামী। ঘটনার পর থেকেই পলাতক স্বামীর সহ শ্বশুরবাড়ির লোকজন।
খবর পেয়ে ঘটনাস্থলে যায় হরিহর থানার পুলিশ। বহড়ান প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র থেকে মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। ঘটনার তদন্ত শুরু করেছে হরিহরপাড়া থানার পুলিশ।