শেষ আপডেট: 12th September 2024 18:39
দ্য ওয়াল ব্যুরো, মুর্শিদাবাদ: বয়ামে সাপ নিয়ে হাসপাতালে হাজির রোগী। এই ঘটনা নিয়ে হুলস্থুল কাণ্ড ঘটে গেল হরিহরপাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। চোখ কপালে উঠল কর্তব্যরত ডাক্তারের।
মুর্শিদাবাদের ডোমকল থানার গরিবপুর এলাকার বাসিন্দা রামিম মণ্ডল। ওই কিশোর বাড়িতে ইটের সারি রয়েছে। সেখানে লুকিয়ে ছিল একটি বিষধর সাপ। ইট বের করার সময়ে কিশোরের হাতে ছোবল মারে সাপটি। তার হাত থেকে রক্ত ঝরতে থাকে। চিৎকার করতে থাকে রামিম। ছেলের চিৎকার শুনে পরিবারে লোকজন বাইরে বেরিয়ে আসেন। তাঁরা ঘটনাস্থলে এসে দেখেন, ছেলের হাতে সাপে ছোবল মেরেছে। এদিকে কীধরণের সাপে কামড়েছে, তা জানার জন্য সাপটি খুঁজতে থাকেন পরিবারে সদস্যরা। তখনই একটি গোখরো সাপের বাচ্চাকে ঘোরাঘুরি করতে দেখেন তাঁরা। কোনওভাবে লাঠি দিয়ে সাপটিকে খালি বয়ামে বন্দি করেন। ছেলের সঙ্গে বয়াম বন্দি সাপটিকে নিয়ে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্র হাজির হন কিশোরের পরিবার।
হাসপাতালে সাপ নিয়ে আসতে দেখেই চমক যান কর্তব্যরত চিকিৎসক। চেয়ার ছেড়ে উঠে পড়েন। অবশেষে সাপটিকে অন্য জায়গায় রেখে কিশোরের চিকিৎসা শুরু করেন। রক্তের নমুনা সংগ্রহ করা হয়েছে। পরপর তিনবার রক্ত সংগ্রহ করে। আপাতত ওই কিশোরকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। কর্তব্যরত চিকিৎসক আরও জানিয়েছেন, সাপে কামড়ালে, সেটিকে ধরে আনার প্রয়োজন নেই। বাঁধন দেওয়ারও দরকার নেই। যতটা সম্ভব সাপে কামড়ানো রোগীকে হাসপাতালে নিয়ে আসতে হবে।