শেষ আপডেট: 5th July 2024 14:21
দ্য ওয়াল ব্যুরো, মুর্শিদাবাদ: জামাইকে পিটিয়ে মারার অভিযোগ উঠল খোদ শাশুড়ি ও স্ত্রীর বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে রানিনগরের মালিপাড়া এলাকায়। মৃতের নাম জগন্নাথ বিশ্বাস (৪০)।
স্থানীয় সূত্রে জানাগিয়েছে, জগন্নাথবাবু ১০ বছর আগে মালিপাড়ার এক মহিলাকে দ্বিতীয়বার করেন। তখন থেকেই তিনি শ্বশুরবাড়িতে থাকেন। আগের পক্ষের তিন সন্তানও তাঁর কাছেই থাকে। ইদানিং জমির ভাগবাটওয়ারা নিয়ে স্ত্রী ও শাশুড়ির সঙ্গে মনোমালিন্য চলছিল তাঁর।
বাসিন্দাদের দাবি, বিয়ের করার পর থেকে জগন্নাথকে মারধর করতেন তাঁর স্ত্রী ও শাশুড়ি। সংসারের সমস্ত কাজ তাকে দিয়ে করান হতো। কয়েকদিন আগে তাঁর নামে থাকা জমিজমা প্রথমপক্ষের দুই ছেলে ও মেয়ের নামে করে দেন জগন্নাথ। এতেই সমস্যা বাড়ে। দ্বিতীয় স্ত্রীর সঙ্গে এই নিয়ে অশান্তি লেগেছিল তাঁর। অভিযোগ, এই কারণেই শনিবার রাতে স্ত্রী ও শাশুড়ি মিলে জগন্নাথকে পিটিয়ে মেরে ফেলেছেন।
তবে অভিযুক্ত স্ত্রীয়ের দাবি, জগন্নাথ এতো বেশি নেশা করতেন, যে অসুস্থ হয়ে পড়েছিলেন। রাতে স্বামীকে ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলেন তিনি। শুক্রবার ভোরের দিকে জগন্নাথের শারীরিক অবস্থার অবনতি হয়। তখন তাঁকে গোধনপাড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করে। কিন্তু সেই কথা মানতে নারাজ প্রতিবেশীরা। জগন্নাথে নেশা করতেন সে কথা স্বীকার করে নিলেও তাঁদের দাবি, দ্বিতীয়পক্ষের স্ত্রীর অত্যাচারেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে।
খবর পেয়ে ঘটনাস্থলে রানিনগর থানার পুলিশ পৌঁছেছে। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বহরমপুর হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযোগের ভিত্তিতে পুলিশ মৃতের শ্বশুর-শাশুড়ি, সহ আরও একজনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।