শেষ আপডেট: 8th January 2025 18:35
দ্য় ওয়াল ব্যুরো, মুর্শিদাবাদ: সালার থানার পুলিশের বড়সড় সাফল্য। ২৪ ঘণ্টার মধ্যে মালিহাটি কান্দরা অঞ্চলের দু জায়গা থেকে প্রচুর পরিমাণে বোমা উদ্ধার হল।
মঙ্গলবার রাত ন'টার সময় গোপনসুত্রে খবর পেয়ে চুনশহর থেকে ২১ খানা বোমা উদ্ধার করে পুলিশ। বুধবার সকালে কান্দরা গ্রামের ডাঙ্গাপাড়া থেকে উদ্ধার হয় ১৫ খানা বোমা। এই বোমা উদ্ধারের ফলে মালিহাটি কান্দরা অঞ্চলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ কর্তারা মনে করছেন দুষ্কৃতীদের বড়সড় চক্রান্ত ভেস্তে দিতে পেরেছেন তাঁরা।
বুধবার সকালবেলায় গ্রামের এক কিশোর মাঠের দিকে খেলতে যায়। সেখানে দেখে ব্যাগ ভরতি বোমা রাখা আছে। সে বুদ্ধি করে গ্রামে খবর দেয়। সঙ্গে সঙ্গে সালার থানার পুলিশকে খবর দেন গ্রামবাসীরা। ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। খবর দেওয়া হয় বম্ব ডিসপোজাল স্কোয়াডকে।
বম্ব ডিসপোজাল স্কোয়াডের কর্মীরা দুপুর ১২টার দিকে বোমাগুলিকে নিস্ক্রিয় করে। সেই দৃশ্য দেখতে এলাকার মানুষ ভিড় জমায়। সেই ভিড় নিয়ন্ত্রণ করে নষ্ট করা হয় বোমাগুলি। দফায় দফায় বোমা উদ্ধারের ঘটনায় মালিহাটি কান্দরা অঞ্চলে আতঙ্ক ছড়ায়। কে বা কারা কী উদ্দেশে বোমাগুলো মজুত করেছে তার তদন্ত শুরু করেছে সালার থানার পুলিশ।