শেষ আপডেট: 5th January 2025 12:17
দ্য ওয়াল ব্যুরো মুর্শিদাবাদ: ছুটিতে পাহাড়ে ঘুরতে গিয়েছিল ১৭ বছরের ছেলে। পা পিছলে পাহাড় থেকে পড়ে মৃত্যু হল ওই কিশোরের। নাবালকের মৃত্যুতে শোকতব্ধ হয়েছে পড়েছে মুর্শিদাবাদের হরিহরপাড়ার রমনা মাঝপাড়া এলাকা। ওই কিশোরের নাম আলাহিম শেখ। তাঁর বাড়ি মাঝপাড়াতে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পরিবারের অভাব মেটাতে চার মাস আগে শিলিগুড়িতে কাজে গিয়েছিলেন রমনা এলাকার ২০জন বাসিন্দা। আলাহিম তাদের মধ্যেই একজন। সেখানে সে জল ট্যাঙ্কের কাজ করত। শনিবার ছুটি ছিল। তাই শিলিগুড়ি পাহাড় এলাকায় বাকি সঙ্গীদের সঙ্গে ঘুরতে গিয়েছিল আলাহিম। সেখান থেকে ফেরার সময় পাহাড়ের গায়ে বেয়ে নীচে নামছিল আলাহিম ও তার সঙ্গীরা। সেই সময়ে পা পিছলে খাদে পড়ে যায় ওই কিশোর। গুরুতর জখম অবস্থা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা হয়নি। কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করে।
ছেলের মৃত্যুর খবর হরিহরপাড়ায় আলাহিমদের বাড়িতে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়ে গোটা পরিবার। ১৭ বছরের কিশোরের এই মর্মান্তিক মৃত্যুতে শোকস্তব্ধ হয়ে পড়েছে রমনা মাঝপাড়া এলাকা। আত্মীয়রা ছেলে দেহ ফেরার অপেক্ষা করছেন।