শেষ আপডেট: 24th January 2025 16:24
দ্য ওয়াল ব্যুরো: ছেলের খোঁজ মিলছিল না। তাই ভাইয়ের বাইকে চেপে আত্মীয়স্বজনদের বাড়িতে গিয়ে গিয়ে খোঁজ করছিলেন। আর তখনই বাইকের পেছনের সিট থেকে পড়ে মৃত্যু হল মহিলার।
মুর্শিদাবাদের নওদা থানার আমতলা এলাকায় মর্মান্তিক ঘটনা। বৃহস্পতিবার রাতেই ওই মহিলাকে আহত অবস্থায় উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু মিতালি মণ্ডলের।
৩৮ বছরের ওই মহিলার বাড়ি নওদা থানার সর্বাঙ্গপুরে। ঘটনা হল, বুধবার মায়ের উপর রাগ করে বাড়ি থেকে বেরিয়ে যায় মিতালির নাবালক ছেলে। রাত অবধিও তার কোনও খোঁজ খবর না পেয়ে চিন্তায় পড়ে যায় পরিবারের লোকজন।
তারপরেই বৃহস্পতিবার দুপুরে ভাই দেবাশিস মণ্ডলকে নিয়ে মিতালি নওদা থানায় যান। সেখানে ছেলের নামে নিখোঁজ ডায়েরি করে আত্মীয়দের বাড়ি বাড়ি গিয়ে ছেলের খোঁজ করছিলেন।
আমতলা এলাকার রাজ্য সড়ক দিয়ে যাওয়ার সময় রাস্তার এমনই বেহাল দশা হয় যে প্রবল ঝাঁকুনি হয় বাইকে। মিতালি পেছনের সিটে বসেছিলেন। তখনই ঝাঁকুনির চোটে মিতালি রাস্তায় পড়ে যান। তাঁর ভাই প্রথমে কিছু বুঝতে না পেরে বাইক নিয়ে এগিয়ে যান। এলাকার লোকজনের চিৎকার চেঁচামেচিতে ঘুরে দেখেন দিদি মাটিতে পড়ে রয়েছেন।
এবড়ো খেবড়ো রাস্তাতে পড়ে গিয়ে সাংঘাতিক চোট লাগে মিতালির। রক্তাক্ত অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে গেলে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর। অন্যদিকে, যে ছেলের জন্য এত হইচই তাকে এখনও খুঁজে পাওয়া যায়নি।