Date : 13th Jun, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
Exclusive: স্মার্ট মিটারে স্মার্টলি ঠকানো হচ্ছে আমজনতাকে! কারচুপির অভিযোগ ইলেকট্রিক বিলেহাসপাতাল থেকে বাড়ি ফেরার পরেই সদ্যোজাতর মৃত্যু, রাজগঞ্জ গ্রামীণ হাসপাতালে শোরগোলরবিঠাকুরের পৈত্রিক বাড়ি ভাঙচুরের ঘটনায় পদক্ষেপ করা হয়েছে, জানাল বাংলাদেশ সরকার'মহেশতলার পরিস্থিতি খারাপ, মানুষের নিরাপত্তা দিতে হবে', দ্রুত শুনানির আর্জি শুভেন্দুরবেঙ্গল প্রো টি-টোয়েন্টি লিগে কলকাতা টাইগার্স হারলেও দল নিয়ে আশাবাদী কোচ ম্যাকোভেঙে পড়া বিমানের ব্ল্যাক বক্স এখনও উদ্ধার হয়নি, জানাল এয়ার ইন্ডিয়ামহিমা চৌধুরীর মেয়ে আরিয়ানার সৌন্দর্যে বিভোর নেটপাড়া, কেউ বলছেন, 'একেবারে মায়ের মতোই কিউট' ‘দ্য বেঙ্গল ফাইলস’ রিলিজ নিয়ে অনিশ্চয়তার দানা বাঁধছে! পরিচালক বললেন ‘লড়াই করব’অখিলের বিয়েতে নজর কাড়লেন নাগা-শোভিতা জুটি, নায়িকার ব্যাগের দাম নিয়ে চর্চা শুরু নেটপাড়ায়ইজরায়েলের ‘জাগ্রত সিংহ’ ইরানের পরমাণু কেন্দ্রে আঁচড় কাটতে ব্যর্থ হল কেন?
Nadia Conviction

ধর্ষণের পর বাংলাদেশে নাবালিকা, ভিডিও কনফারেন্সের মাধ্যমে সাক্ষ্য শেষে দোষীর ৭ বছরের সাজা

২০২০ সালের ২০ জুন রানাঘাট থানা এলাকার বাসিন্দা এক নাবালিকাকে একলা পেয়ে ধর্ষণ করার অভিযোগ ওঠে তারই প্রতিবেশী এক ব্যক্তির বিরুদ্ধে।

ধর্ষণের পর বাংলাদেশে নাবালিকা, ভিডিও কনফারেন্সের মাধ্যমে সাক্ষ্য শেষে দোষীর ৭ বছরের সাজা

শেষ আপডেট: 18 December 2024 14:05

দ্য ওয়াল ব্যুরো, নদিয়া: ভিডিও কনফারেন্সের মাধ্যমে সাক্ষ্যদান। তারপরেই এক নাবালিকা ধর্ষণের ঘটনায় বুধবার দোষী ব্যক্তিকে ৭ বছরের সাজা শোনাল রানাঘাট আদালত।

২০২০ সালের ২০ জুন রানাঘাট থানা এলাকার বাসিন্দা এক নাবালিকাকে একলা পেয়ে ধর্ষণ করার অভিযোগ ওঠে তারই প্রতিবেশী এক ব্যক্তির বিরুদ্ধে। সেই মামলায় নির্যাতিতার পরিবার রানাঘাট মহিলা থানায় অভিযোগ দায়ের করেন।  ঘটনার তদন্ত করে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। 

ইতিমধ্যে বাংলাদেশে চলে যায় নির্যাতিতা ও তার পরিবার। তাই এই মামলায়  ১১ জনের সাক্ষ্য নেওয়া হলেও নির্যাতিতা ও তার পরিবার বাংলাদেশে চলে যাওয়ায় মামলার নিষ্পত্তি হতে দেরি হচ্ছিল। সম্প্রতি এই মামলার নিষ্পত্তির জন্য তৎপর হয় রানাঘাট জেলা পুলিশ। তাদের উদ্যোগে বাংলাদেশ পুলিশের সহযোগিতায় ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে নির্যাতিতা ও তার পরিবার তাঁদের বয়ান রেকর্ড করান। আর এর পরই মঙ্গলবার অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে আদালত। 

বুধবার অভিযুক্তকে ৭ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানার নির্দেশ দিয়েছেন অতিরিক্ত জেলা দায়রা আদালতের বিচারক সৌমেন গুপ্তা। আদালতের এই রায়কে চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে যাওয়ার কথা জানিয়েছেন আসামি পক্ষের আইনজীবী।


ভিডিও স্টোরি