আহত প্রধান শিক্ষক
শেষ আপডেট: 2nd February 2025 12:45
দ্য ওয়াল ব্যুরো: অ্যাকাডেমিক ক্যালেন্ডার নিয়ে বৈঠক চলছিল। সেই সময় তৃণমূল নেতা ও সহকর্মীদের মারধরের অভিযোগ উঠল। যার জেরে পা ভাঙল স্কুলের প্রধান শিক্ষকের।
ঘটনা মুর্শিদাবাদের ফরাক্কা হাইস্কুলের। এই ঘটনায় ১ জন শিক্ষককে গ্রেফতার করেছে ফরাক্কা থানার পুলিশ। এফআইআর-এ নাম রয়েছে পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির রাজ্য কমিটির সদস্য তারিফ হোসেনের।
আহত প্রধান শিক্ষক মালদা মেডিক্যাল কলেজে ভর্তি রয়েছেন বলে খবর। ফরাক্কা থানায় তৃণমূল নেতা ও স্কুল পরিচালন সমিতির সভাপতি-সহ ৫ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের।
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ওই প্রধান শিক্ষকের বাঁ পা ভেঙে যাওয়া ছাড়াও তাঁর চোখে এবং শরীরের বিভিন্ন জায়গায় গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে।
আহত প্রধান শিক্ষকের কথায়, "শুক্রবার স্কুল চলাকালীন কয়েকজন শিক্ষক তাঁদের লিখিত অভিযোগ দেওয়ার পর আমি নতুন রুটিন সাময়িকভাবে স্থগিত করে দিই। এরপরই আমার স্কুলের চারজন শিক্ষক-মহম্মদ তারিফ হোসেন-সহ আরও তিন শিক্ষক স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি অরুন্ময় দাসকে সঙ্গে নিয়ে আমার ঘরে ঢুকে বাকি শিক্ষকদেরকে বার করে দেন।"
তাঁর অভিযোগ, "ঘরে ঢুকেই তারিফ হোসেন আমাকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করতে শুরু করেন এবং আমাকে মেরে ফেলার হুমকি দেন। সেই সময় আমি প্রতিবাদ করলে আমাকে লাথি -ঘুসি- চড় ছাড়াও শক্ত কিছু দিয়ে পিঠে -বুকে -পায়ে ব্যাপক মারা হয়"।
অভিযুক্ত শিক্ষক মহম্মদ তারিফ হোসেনের অবশ্য দাবি, প্রধান শিক্ষকই প্রথমে তাঁর কলার ধরে মারধর করার চেষ্টা করেন। তিনি শুধু আত্মরক্ষার চেষ্টা করেছেন মাত্র। সেই সময়ই নাকি প্রধান শিক্ষক পড়ে যান এবং আহত হয়েছেন। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।