ডাক্তারবাবুকে বেদম মার রোগীর আত্মীয়দের
শেষ আপডেট: 15th September 2024 18:12
দ্য ওয়াল ব্যুরো, পূর্ব মেদিনীপুর: আরজি কর কাণ্ড নিয়ে তোলপাড় গোটা রাজ্য। দু'বার মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক ভেস্তে যাওয়ার পরে জুনিয়ার ডাক্তারদের আন্দোলনের ঝাঁঝ বাড়ছে। এই পরিস্থিতির মধ্যে স্বাস্থ্যকেন্দ্র ঢুকে ডাক্তারবাবুকে কিল, চড়, ঘুষি মারা অভিযোগ উঠল রোগীর পরিবারের বিরুদ্ধে। এই ঘটনার ভিডিও ভাইরাল হওয়ার পরেই রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে পূর্ব মেদিনীপুরে।
ভগবানপুরের কাজলাগড় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র। সেখানেই রোগী আত্মীয়দের হাতে আক্রান্ত হন এক চিকিৎসক বলে অভিযোগ। কর্তব্যরত ডাক্তারবাবুকে ধরে কিল চড় ঘুষি মারা হয়। প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে এক্স-রে করার জন্য অন্যত্র যাওয়ার পরামর্শ দেওয়াতেই এই ঘটনা ঘটেছে বলে দাবি।
আক্রান্ত ওই চিকিৎসকের দাবি, মদ্যপ অবস্থায় বাইক চালাতে গিয়ে এক যুবক দুর্ঘটনার কবলে পড়েছিলেন। তাঁকে আহত অবস্থায় সেখানে নিয়ে এসেছিলেন আত্মীয়রা। আহত যুবককে ওষুধ-ইনজেকশন দেওয়া হয়। পরীক্ষা করার পরে ওই ডাক্তারবাবু বুঝতে পারেন যুবকের 'কলার বন' ভেঙে গিয়েছে। এক্স-রে করার জন্য রোগীর আত্মীয়দের ওই যুবককে নিয়ে তমলুক হাসপাতালে নিয়ে যেতে বলেছিলেন। এই পরামর্শ দেওয়া পরেই রোগীর আত্মীয়স্বজন চিকিৎসকের উপর চড়াও হন। মারধর করে। ঘটনার খবর পেয়ে হাসপাতালে ছুটে যায় ভগবানপুর থানার পুলিশ। পরিস্থিতি সামাল দেয়।
এই ঘটনার ছবি ওই স্বাস্থ্যকেন্দ্রের সিসিটিভি ক্যামেরাই ধরা পড়েছে। সেটি এখন ভাইরাল। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি দ্য ওয়াল।