শেষ আপডেট: 16th October 2024 19:52
দ্য ওয়াল ব্যুরো, নদিয়া: কৃষ্ণনগরের স্কুল ছাত্রীর অর্ধনগ্ন পোড়া দেহ উদ্ধার হওয়ায় পরে খুন ও ধর্ষণের অভিযোগ উঠেছে। তবে এই মৃত্যুকে এখনই খুন বলতে রাজি নয় পুলিশ। কৃষ্ণনগর পুলিশ জেলার সুপার অমরনাথ কে জানান, তদন্ত প্রক্রিয়া এখনও পর্যন্ত শেষ হয়নি। তাই ওই তরুণীর মৃত্যুর কারণ নিশ্চিত করে বলা সম্ভব নয়। মৃতের শরীরে পোড়া দাগ ছিল।
এদিকে মৃতার ফেসবুক পোস্ট ঘিরেও রহস্য ঘনিয়েছে। সেখানে লেখা হয়েছে, ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়, আমি নিজেই দায়ী। তোমরা ভাল থেকো।’ ইতিমধ্যে স্কুল ছাত্রীর প্রেমিককে গ্রেফতার করা হয়েছে। একই সঙ্গে ওই যুবকের বাবা-মাকেও থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
বুধবার সকালে ক্লাস টুয়েলভের এক স্কুল ছাত্রীর দেহ উদ্ধার হয়। স্থানীয়েরাই দেহটি রাস্তায় তার দেহ পড়ে থাকতে দেখেন। এরপরেই তাঁরা পুলিশে খবর দেন। ছাত্রীর বাবা-মায়ের অভিযোগ, মেয়েকে ধর্ষণ করে খুন করা হয়েছে। এই ঘটনার জন্য ছাত্রীর প্রেমিককেই দায়ী করেন তাঁরা। এরপরেই পুলিশ ওই যুবককে গ্রেফতার করে।
পুলিশ সুপারের দাবি করেছেন, ছাত্রীর পরিবারের অভিযোগের ভিত্তিতে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। তাকে মূল অভিযুক্ত হিসাবে ধরে প্রাথমিক ভাবে তদন্ত এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। এই ঘটনা নিয়ে বেশ কিছু সাক্ষ্যপ্রমাণও মিলেছে।
পুলিশ সুপার অমরনাথ কে'র কথায়, স্কুল ছাত্রী মৃত্যু খুন না আত্মহত্যা, তাকে ধর্ষণ করা হয়েছিল এই সব বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে। মৃতার মায়ের অভিযোগের ভিত্তিতে আমরা তদন্ত করছি। অভিযুক্তের মা ও বাবাকে আটক করেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সকলের বয়ান মিলিয়ে দেখা হচ্ছে।