শেষ আপডেট: 12th November 2024 13:48
দ্য ওয়াল ব্যুরো, নদিয়া: জগদ্ধাত্রী পুজোর দশমীতে তেতে উঠল কৃষ্ণনগর। দুই ক্লাবের বিবাদ থামাতে পুলিশ বেপরোয়া লাঠি চালায় বলে অভিযোগ। তাতে আহত হন বেশ কয়েকজন ক্লাব সদস্য। এরপরেই পুলিশকে ঘিরে শুরু হয় বিক্ষোভ।
সোমবার রাতে ঘটনার সূত্রপাত। কৃষ্ণনগর শহরে জগদ্ধাত্রী পুজোর ঐতিহ্য সুপ্রাচীন। শহরের প্রথা অনুযায়ী বিসর্জনের আগে প্রতিমা নিয়ে যাওয়া হয় রাজবাড়িতে। এরপরেই জলঙ্গীর ঘাটে বিসর্জন দেওয়া হয় প্রতিমা। স্থানীয় সূত্রে জানা গেছে, কে আগে রাজবাড়ি যাবে তাই নিয়ে সোমবার রাতে দুটি ক্লাবের মধ্যে সংঘর্ষ বাঁধে। অভিযোগ, সেই সময় বাঘাডাঙা বারোয়ারি পুজো কমিটির সদস্যদের ওপর লাঠি চালাতে শুরু করে পুলিশ। প্রকাশ্য রাস্তায় ফেলে পেটানো হয় ক্লাবের সদস্যদের।
পুলিশের লাঠির ঘায়ে বেশ কয়েকজন ক্লাব সদস্য আহত হন বলে অভিযোগ। এদিকে বিসর্জনের শোভাযাত্রা দেখতে রাস্তায় তখন থইথই ভিড়। পুলিশকে লাঠি চালাতে দেখে ঘটনাস্থল ছেড়ে পালাতে শুরু করেন দর্শনার্থীরা। হুলস্থুল পড়ে যায় গোটা এলাকায়। ধাক্কাধাক্কিতে ভেঙে যায় রাস্তার পাশের ব্যারিকেড। এরপরেই পুলিশের বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে শুরু করেন ক্লাব সদস্যরা। নতুন করে উত্তেজনা ছড়ায়। পরে বিশাল পুলিশ বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
জগদ্ধাত্রী পুজোর বিসর্জনে কৃষ্ণনগরে অশান্তি নতুন নয়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, কে আগে যাবে, এই নিয়ে অশান্তি হয়েছে আগেও। তবুও প্রশাসন এই বিষয়ে সতর্ক নয় বলেই আবার একই ঘটনা ঘটল।