পরিবেশবান্ধব কৃষিতে রেকর্ড নদিয়া কৃষি বিজ্ঞান কেন্দ্রের।
শেষ আপডেট: 11th March 2025 18:17
নদিয়া কৃষি বিজ্ঞান কেন্দ্র কৃষিক্ষেত্রে 'Clean Food Net Zero Model' বাস্তবায়ন করে টেকসই কৃষির দৃষ্টান্ত স্থাপন করেছে। Novcom compost প্রযুক্তি ব্যবহার করে তারা কীটনাশকমুক্ত কৃষি ও প্রাকৃতিক উপায়ে মাটি উর্বর রাখার ব্যবস্থা গ্রহণ করেছে। এর পাশাপাশি, সংরক্ষিত গাছপালা এবং চিরসবুজ উদ্ভিদ চাষের মাধ্যমে কার্বন শোষণের হার বৃদ্ধি করা হয়েছে, যা তাদের ৭৪.৯৯ মেট্রিক টন কার্বন ডাইঅক্সাইড হ্রাসে সাহায্য করেছে।
জলবায়ু পরিবর্তনের ফলে কৃষিক্ষেত্রে বড় ধরনের প্রভাব পড়ছে। বিশেষ করে অনিয়মিত বৃষ্টিপাত, খরা, অতিরিক্ত গরম ও বন্যার কারণে ফসল উৎপাদনে সংকট দেখা দিচ্ছে। ভারতের ৭৩১টি কৃষি বিজ্ঞান কেন্দ্র যদি নদিয়ার এই নেট-জিরো মডেল গ্রহণ করে, তাহলে ভারতীয় কৃষি আরও পরিবেশবান্ধব ও টেকসই হয়ে উঠবে।
নদিয়া কৃষি বিজ্ঞান কেন্দ্রের এই মডেল শুধু ভারতের Corporate Social Responsibility (CSR) ও Voluntary Carbon Market (VCM) উদ্যোগগুলোর সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার সুযোগ সৃষ্টি করছে না, ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদেরও জলবায়ু-বান্ধব চাষাবাদে উদ্বুদ্ধ করছে। এটি এক নতুন দিগন্ত, যেখানে ভারতীয় কৃষি পরিবেশ রক্ষার পাশাপাশি উৎপাদনশীলতা বজায় রাখতে পারবে।