শেষ আপডেট: 4th October 2024 16:08
দ্য় ওয়াল ব্যুরো,মুর্শিদাবাদ: শুক্রবার সকাল থেকে ফের ভয়াবহ গঙ্গা ভাঙনের কবলে পড়ল মুর্শিদাবাদের সামসেরগঞ্জের শিকদারপুর গ্রাম। গঙ্গায় তলিয়ে গেল প্রায় দশটি বাড়ি।
বর্ষার মরশুম শুরু হতেই ঘুম গিয়েছিল সামসেরগঞ্জের মানুষের। গঙ্গা এগিয়ে আসছিল দ্রুত। গিলছিল জমি। ভিটেমাটি হারিয়ে পথে বসছিলেন গ্রামের মানুষ। মাঝে ভয়াবহ ভাঙন কয়েকদিন বন্ধ থাকলেও শুক্রবার সকাল থেকে ফের গঙ্গার বিধ্বংসী রূপ। নিমেষে তলিয়ে যাচ্ছে ফাঁকা জমি, প্রচুর পরিমাণে গাছপালা।
গঙ্গা ভাঙতে ভাঙতে এদিন সকালে এলাকার দশটি বাড়ি গিলে নেয়। যাবতীয় আসবাবপত্র-সহ বাড়িগুলি তলিয়ে গিয়েছে গঙ্গা গর্ভে। তারপপর থেকেই এলাকা জুড়ে যেন আতঙ্ক আর হাহাকার। ঘরবাড়ি-আসবাবপত্র, সব হারিয়ে কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা। আতঙ্কে আশেপাশে প্রায় শতাধিক পরিবার শেষ সম্বলটুকু নিয়ে অন্যত্র পালানোর চেষ্টা করছেন।
গঙ্গা তীরবর্তী এলাকার বাসিন্দাদের দাবি, গত কয়েকদিনে জলস্তর খানিকটা কমলেও দুদিন ধরে আবার জল বাড়ছে গঙ্গায়। পাল্লা দিয়ে বাড়ছে ভাঙ্গনের আতঙ্ক আর উদ্বেগ।