শেষ আপডেট: 11th August 2024 15:09
দ্য ওয়াল ব্যুরো, মুর্শিদাবাদ: ভাড়াবাড়ির ঘরের সিলিংয়ের সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলছে স্বামীর দেহ। মেঝেতে মৃত অবস্থায় পড়ে স্ত্রী ও পাঁচ বছরের সৎ মেয়ে। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল বহরমপুরে। একই পরিবারের তিনজনের দেহ উদ্ধার হওয়ায় বহরমপুর থানার সৌদাবাদ চুরাসিপাড়া এলাকা চাঞ্চল্য চড়াল।
পুলিশ সূত্রের জানাগিয়েছে, মৃতের দম্পত্তির নাম, সুজয় মণ্ডল (২৮) ও শোভা মণ্ডল (২৩)। শিশু কন্যার নাম আরাধ্যা মণ্ডল। কয়েকমাস আগে এই বাড়ি ভাড়া নিয়ে থাকতে শুরু করেন তাঁরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, চারমাস আগে শোভার স্বামী দুর্ঘটনায় মারা যান। এরপরে সুজয়কে দ্বিতীয়বার বিয়ে করেন শোভা। মেয়ে আরাধ্যাকে নিয়ে সুজয়ের সঙ্গে ওই ভাড়া বাড়িতে থাকতে শুরু করেন।
প্রথম পক্ষের শ্বশুরবাড়ি লোকজনের দাবি, শোভা দ্বিতীয়বার বিয়ে করার পর তাদের সঙ্গে কোনও যোগাযোগ রাখেননি। নাতির সঙ্গে সম্পর্ক রাখতে দেননি।
স্থানীয়দের অভিযোগ, সঞ্জয় কোনও কাজ করত না। শোভাকে উপার্জন করতে হতো। এই নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায় বচসা চলত। এদিনও বচসা হয়েছিল। তারপরেই ওই বাড়ি থেকে তিনজনের স্বামী-স্ত্রী ও শিশু কন্যার দেহ উদ্ধার হয়। এই ঘটনা নিয়ে রহস্য ঘনিয়েছে।
ঘটনার খবর পেয়ে বহরমপুর থানার পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে। তবে এটি খুন না আত্মহত্যা টা জানার চেষ্টা করছে পুলিশ।