শেষ আপডেট: 28th September 2024 13:00
দ্য ওয়াল ব্যুরো: জুনিয়র ডাক্তারদের আন্দোলন নিয়ে ফের বেলাগাম তৃণমূল বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী হুমায়ুন কবীর। মুর্শিদাবাদের ভরতপুরের বিধায়ক এবার বললেন, ‘‘ওদের যেমন আন্দোলন করার অধিকার আছে, বাংলায় তৃণমূলেরও ৩ কোটি ভোটার আছে। ১০ হাজার মাঠে নামলে কী হবে, তখন বুঝবে...।’’
এর আগে জুনিয়র ডাক্তারদের হুমকি দেওয়ায় তাঁর বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেছিল চিকিৎসক সংগঠন। দলের নেত্রীও আরজি কর নিয়ে আন্দোলন সম্পর্কে কোনও বিরূপ মন্তব্য থেকে বিরত থাকার নির্দেশ দেন নেতা-মন্ত্রী ও দলের কর্মীদের। তবুও ঠেকানো গেল না হুমায়ুন কবীরকে। জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে ‘চ্যাংড়ামো’ বলেও অভিহিত করেছেন বিধায়ক। শুক্রবার হুমায়ুন বলেন, ‘‘ডাক্তারদের দ্বিতীয় ভগবান বলা হয়। সেই ভগবানের আচরণ কী? সিগারেট নিয়ে নাচানাচি করছেন, ঢাক-ঢোল বাজাচ্ছেন। এ সব কি আন্দোলনের নামে চ্যাংড়ামো নয়?’’
তৃণমূল বিধায়কের দাবি, রাজ্য সরকারকে কালিমালিপ্ত করতে বিরোধী দলগুলি একত্রিত হয়ে ষড়যন্ত্র শুরু করেছে। এই ষড়যন্ত্রের অংশীদার জুনিয়র ডাক্তাররা। হুঁশিয়ারি দিয়ে হুমায়ুন বলেন, ‘‘সংখ্যায় যদি বিচার করেন জুনিয়র ডাক্তাররা সারা রাজ্যে মাত্র সাড়ে সাত হাজার। সব ডাক্তার মিলিয়ে মোট মাত্র চুরানব্বই হাজার। আমরা তিন কোটি তৃণমূল কর্মী। প্রয়োজনে রাস্তায় নেমে বিরোধিতা করব। মেডিক্যাল কলেজ, হাসপাতাল ঘেরাও করব। তাতে আমার যা হওয়ার হোক।’’
মন্ত্রিসভার বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন, তিনি ছাড়া রাজ্যের কোনও মন্ত্রী আরজি কর-কাণ্ড নিয়ে প্রকাশ্যে কোনও মন্তব্য করবেন না। জুনিয়র ডাক্তার ও নাগরিক সমাজের আন্দোলন নিয়ে ‘কুমন্তব্য’ করা যাবে না বলে বার্তা দিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। কিন্তু সেই বার্তার পরেও শাসকদলের নেতাদের ‘আলগা’ মন্তব্য থেকে বিরত রাখা যাচ্ছে না।