শেষ আপডেট: 9th November 2024 16:06
দ্য় ওয়াল ব্যুরো, মুর্শিদাবাদ: তৃণমূল কর্মী খুনের পর ফের উত্তপ্ত সালারের মালিহাটি গ্রাম। শুক্রবার রাতভর হামলা চলে।
খুনে অভিযুক্তদের বাড়ি ভাঙচুর হয় বলে অভিযোগ। আক্রান্তরা জানান, ভাঙচুরের পাশাপাশি বেপরোয়া লুঠপাট চলে। তাদের ঘর থেকে টাকা ও মূল্যবান সামগ্রী খোয়া গেছে।
গত ১৪ই অক্টোবর মুর্শিদাবাদ জেলার সালারে আলাই সেখ নামে এক তৃণমূল কর্মী খুন হন। এই ঘটনার পর থেকেই থমথমে এলাকা। চলছিল পুলিশের টহলদারিও। ঘটনার ২৫দিন পর শুক্রবার রাতে ফের তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে সালারের মালিহাটি গ্রাম। শনিবার সকাল থেকে অভিযুক্তদের বাড়িঘর সহ বেশ কিছু মুরগির ফার্ম ভাঙচুর করা হয় বলে অভিযোগ। যাদের ঘর ভাঙচুর করা হয়েছে তারা সকলেই তৃণমূল কর্মী।
আক্রান্ত মহিলারা জানান, খুনের ঘটনার পর থেকেই ঝামেলা অশান্তি চলছিল। রাতের দিকে তাঁদের বাড়িঘর লক্ষ্য় করে ইট ছোড়া হচ্ছিল। লাগাতার হুমকিও চলছিল। শুক্রবার রাতে জনা ৫০ দুষ্কতী একসঙ্গে চড়াও হয়। বাড়িঘরে ভাঙচুর-লুঠপাট চালায়। কিন্তু কোনওভাবেই পুলিশের দ্বারস্থ হতে পারেননি তাঁরা। কারণ পুলিশের কাছে গেলে প্রাণে মেরে ফেলা হবে বলে হুমকি দেওয়া হয়। স্থানীয় পঞ্চায়েত সদস্য রউফ আলির বিরুদ্ধে তাঁদের অভিযোগ। যদিও অভিযোগ অস্বীকার করে রউফ দাবি করেন ১৪ অক্টোবর তাঁকেই নিশানা করেছিল নির্দলের দুষ্কৃতীরা। তিনি বরাতজোরে বেঁচে যান। তখন পিটিয়ে মারা হয় তাঁর কাকা আলাই শেখকে। তিনি বলেন,"আমার বিরুদ্ধে মিথ্যে অভিযোগ আনা হয়েছে। আমরা কারও ঘর ভাঙচুর করিনি। আমরাই আক্রান্ত। ওরা নিজেদের অপরাধ ঢাকা দিতেই আমাদের ফাঁসিয়ে দিতে চায়।"
তৃণমূলের অঞ্চল সভাপতি রেজাউল শেখ বলেন, যাঁরা আলাই শেখকে খুন করেছে, তারাও দুষ্কৃতী। আবার এখন যারা ভাঙচুর করছে তারাও দুষ্কৃতী। আমাদের দল যেমন আলাই শেখের খুনিদের সাজা চায়, তেমন আবার এটাও বরদাস্ত করবে না, কেউ কারও ঘরবাড়ি ভাঙচুর করুক। এই স্পষ্ট বার্তাটা আমরা দিতে চাই। দুটি ক্ষেত্রেই প্রশাসন আইনমাফিক ব্যবস্থা নেবে।"
এদিন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সালার থানার পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যে কোনও রকম অপ্রীতিকর পরিস্থিতি ঠেকাতে গ্রামে টহল দিচ্ছে পুলিশ।