আন্দোলনে উত্তাল মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতাল
শেষ আপডেট: 13th August 2024 13:30
দ্য ওয়াল ব্যুরো, মুর্শিদাবাদ: আরজি কর হাসপাতালে ডাক্তারি পড়ুয়াকে ধর্ষণ করে খুনের প্রতিবাদে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি চলছে গোটা রাজ্যে। জরুরি পরিষেবা ছাড়া রোগীদের ভর্তি নেওয়া হচ্ছে না হাসপাতালগুলিতে। এরই মধ্যে এক অন্তঃসত্ত্বাকেও ভর্তি না নিয়ে ফিরিয়ে দেওয়ার অভিযোগ উঠল মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে। ঘটনায় ক্ষোভে ফেটে পড়েন পরিবারের সদস্যরা। সোমবার এই হাসপাতালেই চিকিৎসার অভাবে এক যুবকের মৃত্যুর অভিযোগ উঠেছিল।
বহরমপুর গোড়াবাজার সংলগ্ন শেখপাড়ার বাসিন্দা অন্তঃসত্ত্বা মুনিফ। মঙ্গলবার সকালে তাঁকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করতে নিয়ে গিয়েছিলেন তাঁর স্বামী। কিন্তু জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি চলায় হাসপাতালের তরফে জানিয়ে দেওয়া হয়,ভর্তি করাতে হলে জরুরি বিভাগে ভর্তি করাতে হবে। একমাত্র সেখানেই পরিষেবা দেওয়া হচ্ছে। এরপরেই ক্ষোভে ফেটে পড়েন মুনিফের পরিবারের সদস্যরা। তাঁর স্বামী বলেন, “কোথায় কী হয়েছে, তার জন্য আমরা তো দায়ী নই, সরকারি হাসপাতালে চিকিৎসা না পেলে আমরা কোথায় যাব!”
আরজি কর হাসপাতালে পোস্ট গ্র্যাজুয়েট ছাত্রীকে ধর্ষণ করে খুনের প্রতিবাদে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির জেরে সারা রাজ্যেই ব্যহত হচ্ছে চিকিৎসা পরিষেবা। সোমবার চিকিৎসা না পেয়ে ক্লাস থ্রির এক ছাত্রের মৃত্যুর অভিযোগ ওঠে বালুরঘাট সুপার স্পেশ্যালিটি হাসপাতালে। প্রতিবাদে হাসপাতালের সার্জিক্যাল ওয়ার্ডে ভাঙচুর চালানোর অভিযোগ ওঠে শিশুটির বাড়ির লোকজনের বিরুদ্ধে।
সোমবারই মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা না পেয়ে এক যুবকের মৃত্যুর অভিযোগ ওঠে। শ্বাসকষ্টের সমস্যা নিয়ে ওই যুবককে আনা হয়েছিল হাসপাতালে। সিনিয়র ডাক্তারের অপেক্ষায় ট্রলিতেই শুইয়ে রাখা হয়েছিল তাঁকে।পরে ডাক্তার এসেও আর কিছু করতে পারেননি। মৃত্যু হয় ওই যুবকের।