শেষ আপডেট: 11th January 2025 19:31
দীর্ঘ ১৯ বছর ধরে লটারি কেটে গেছেন। কিন্তু ভাগ্য সঙ্গ দেয়নি। অবশেষে সদয় হলেন দেবীলক্ষ্মী। কয়েকঘণ্টার মধ্যেই ১ কোটি টাকার মালিক হয়ে গেলেন মোটর ভ্যান চালক। এতেই খুশির হাওয়া বইছে মুর্শিদাবাদের ভরতপুর থানার সিজগ্রামে।
দেখুন ভিডিও
সিজগ্রামের বাসিন্দা ওয়াদ আলি শেখ। তিনি পেশায় মোটর ভ্যান চালক। সামান্য দু'কামরার ঘরে ছেলে-বৌমা-স্ত্রীকে নিয়ে থাকেন। দিন আনা দিন খাওয়া পরিবারে আর্থিক অনটন লেগেই থাকে। কিন্তু একটি লটারির টিকিট তাঁর ভাগ্যকে পাল্টে দিল।
ওয়াদ আলির কথায়, '১৮-১৯ বছর আগে থেকে লটারির টিকিট কাটছি। এই প্রথম টাকা জিতলাম। আমার ছেলেরা কাজকর্ম করে। টাকাটা দিয়ে নিজের বাড়িটাকে মেরামত করব। জমি-জমা কিনব।'
ওয়াদ আলির স্ত্রী আঙুরা বিবি জানিয়েছেন, ছেলে ফেরি করে রোজগার করে। এই টাকায় তিনি ছেলেকে জমি কিনে দিতে চান। যাতে ভবিষ্যতে তাঁর যেন কোনও অসুবিধা না হয়। আল্লা আমার স্বামীকে আজ বড় করেছে। এর জন্য আমি খুব খুশি।
সামান্য ভ্যান চালক থেকে ওয়াদের কোটিপতি হওয়ার যাত্রা দেখে তাজ্জব প্রতিবেশীরা।