শেষ আপডেট: 3rd February 2025 12:12
দ্য ওয়াল ব্যুরো, নদিয়া: সরস্বতী পুজোয় ঘুরতে বেরিয়ে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল চার কলেজ ছাত্রের। ঘটনাটি ঘটেছে তেহট্ট থানার কানাইখালি বাজারে। পুলিশসূত্রে জানা গেছে, রবিবার রাতে চার বন্ধু মিলে একই মোটরবাইকে চেপে ঘুরতে বেরিয়েছিল। রাতে ফেরার পথেই দুর্ঘটনাটি ঘটে কানাইখালি বাজার এলাকায়।
ঘটনাস্থলে মৃত্যু হয় দুজনের। বাকি দুজনের অবস্থা আশঙ্কজনক হওয়ায় তাদেরকে কৃষ্ণনগর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই আজ সকালে মৃত্যু হয় আরও দুই ছাত্রের। পুলিশ জানিয়েছে দুর্ঘটনায় মৃতদের নাম মনীশ বিশ্বাস (১৮), দীপ মণ্ডল (২০), সুমন মণ্ডল (১৮) ও তন্ময় বিশ্বাস (১৮)। এদের সবার বাড়ি নদিয়ার তেহট্টে।
কীভাবে এমন ভয়াবহ দুর্ঘটনা ঘটল তা কারও কাছেই স্পষ্ট নয়। কেউ বলছেন প্রচণ্ড গতিতে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা মারে মোটরবাইকটি। আবার কেউ বলছেন, ট্রাকের ধাক্কাতেই এমন মর্মান্তিক দুর্ঘটনা। চারজনকে ছড়িয়ে ছিটিয়ে রাস্তায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। তেহট্ট থানায় খবর দেন তাঁরা। তেহট্ট থানার পুলিশ এসে তাদেরকে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়ার পর সেখানে দুজনকে মৃত বলে ঘোষণা করে।
বাকিদের অবস্থা আশঙ্কজনক হওয়ার সঙ্গে সঙ্গে কৃষ্ণনগর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁদের। সেখানে আজ সকালে দুই ছাত্রের মৃত্যু হয়। এলাকায় শোকের ছায়া নেমেছে। কী কারণে ঘটনাটি ঘটেছে সে ব্যাপারে তদন্ত শুরু করেছে পুলিশ।