শেষ আপডেট: 2nd December 2024 15:03
দ্য ওয়াল ব্যুরো: ৩১৫ গ্রাম হেরোইন সহ মুর্শিদাবাদ থেকে গ্রেফতার ৩ বিহারের বাসিন্দা। মালদহ থেকে এই হেরোইন নিয়ে পাচারের চেষ্টা করা হচ্ছিল বলে জানা গিয়েছে। ধৃতদের সাত দিনের পুলিশ হেফাজত চেয়ে জঙ্গিপুর আদালতে তোলা হয়েছে।
পুলিশের তরফে জানানো হয়েছে, এই পাচারের বিষয় গোপন সূত্রে খবর ছিল তাদের কাছে। সেই মতো মুর্শিদাবাদের ফরাক্কা বিন্দুগ্রাম মেলার মাঠ সংলগ্ন এলাকায় তল্লাশি শুরু করেন তাঁরা। বাজেয়াপ্ত হয় ওই ৩১৫ গ্রাম হেরোইন। ধৃত ব্যক্তিদের নাম কুন্তল কুমার (২৮), গুলশান কুমার ও অমর কুমার।
তারা প্রত্যেকেই বিহারের ভাগলপুরের বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ। মালদহর কোথা থেকে হেরোইন নিয়ে পাচারের চেষ্টা করছিল তারা, তা এখনও জানা যায়। তদন্ত শুরু হয়েছে। জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসতে পারে বলে মনে করা হচ্ছে।
এবিষয়ে ফরাক্কার এসডিপিও আমিনুল খান বলেন, 'এরা মূলত মালদহ থেকে এই হেরোইন এনেছে বলছে। জায়গাটা ঠিকঠাক বলতে পারছে না। আমরা তদন্ত চালিয়ে দেখছি। এদের নামে কোনও অভিযোগ পাওয়া যায়নি আগে। আমরা ৭ দিনের রিমান্ড চেয়েছি।'
রাজ্যে মাদকের কোনও চক্র চলছে কি না জিজ্ঞাসা করা হলে এসডিপিও জানান, 'ইন্টার স্টেট ইস্যু। এদিকে নিশ্চয়ই চক্র রয়েছে। আমরা তদন্ত চালাচ্ছি। এসপি জঙ্গিপুরের নির্দেশ রয়েছে। নাকা তল্লাশি সবসময় চলছে এখানে।'