শেষ আপডেট: 22nd October 2024 18:25
দ্য় ওয়াল ব্য়ুরো, হুগলি: ঘূর্ণিঝড় দানার প্রভাবে দূর্যোগ হবে হুগলিতেও। ঝোরো হাওয়ার সঙ্গে ভারী বৃষ্টি হতে পারে। সতর্ক প্রশাসন ফসল বাঁচাতে প্রচার শুরু করল জেলাজুড়ে। নদী তীরবর্তী এলাকার বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরে যেতে বলা হচ্ছে।
ঘূর্ণিঝড়ের জেরে হুগলিতে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের কৃষি দফতর সোমবারই কৃষকদের জন্য একটি নির্দেশিকা জারি করে। সেখানে বলা হয়েছে ধানের ৮০ শতাংশ দানা পেকে গেলে ফসল দ্রুত কেটে নিতে। কাটা ধান জমিতে ফেলে না রেখে দ্রুত খামারে তুলে নেওয়ার জন্যও অনুরোধ করা হয়েছে কৃষকদের। পেঁপে, কলা, বিভিন্ন সব্জি, পানের বরজ এবং ডাল শস্যের জমিগুলিতে নিকাশি ব্যবস্থা ঠিক করার পরামর্শ দেওয়া হয়েছে। আবহাওয়ার উন্নতি-না হওয়া পর্যন্ত কোনও রাসায়নিক বা কীটনাশক প্রয়োগ করতেও নিষেধ করা হয়েছে। হুগলি জেলার কৃষি দফতর গ্রামে গ্রামে কৃষকদের উদ্দেশে এই প্রচার চালাচ্ছে। বিলি করা হচ্ছে লিফলেট।
খারিফ মরসুমে হুগলি জেলায় এক লক্ষ সাতাশি হাজার হেক্টর জমিতে ধান চাষ হয়েছে। অনেক জমির ধানে পাক ধরলেও এখনও ধান কেটে গোলায় তোলার মতো সময় হয়নি। তাই চিন্তায় কৃষকরা। কাঁচা সবজিতেও ক্ষতির আশঙ্কা।
গঙ্গা তীরবর্তী এলাকার বাসিন্দাদের ঝড়ের আগে অন্যত্র সরে যাওয়ার জন্য মাইক নিয়ে প্রচার করছে পুলিশ ও পুরসভা।বৈদ্যবাটি পুরসভার চেয়ারম্যান পিন্টু মাহাত বলেন, "গঙ্গার পারে যারা কাঁচা বাড়িতে বসবাস করেন, তাদের অন্যত্র সরে যেতে বলা হচ্ছে। আমরা তিনটে স্কুল ঠিক করে রেখেছি। সেখানে বাসিন্দাদের থাকা খাওয়ার ব্যবস্থা করা হবে। বাসিন্দাদের সচেতন করা হচ্ছে।"
বাসিন্দারাও জানান,তারা সতর্ক আছেন। ঝড় বৃষ্টি শুরু হওয়ার আগেই নিরাপদ আশ্রয়ে সরে যাবেন তারা।