শেষ আপডেট: 18th October 2024 12:07
দ্য ওয়াল ব্যুরো, মুর্শিদাবাদ: জাল টাকা সহ গ্রেফতার কংগ্রেসের অঞ্চল সভাপতি। এই ঘটনায় তুমুল চাঞ্চল্য ছড়াল হরিহরপাড়ায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, কংগ্রেসের অঞ্চল সভাপতি জাল টাকার কারবারের সাথে জড়িত বলে খবর পাচ্ছিলেন তাঁরা । তাই নজরদারি চলছিল। শেষপর্যন্ত গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে হরিহরপাড়া থানার আইসি অরূপকুমার রায়ের নেতৃত্বে বৃহস্পতিবার বিকেলে কাশিমনগর এলাকায় অভিযান চালানো হয়। সেখান থেকেই ৪০ টা ৫০০ টাকার জাল নোট-সহ গ্রেফতার করা হয় কংগ্রেসের অঞ্চল সভাপতি জুলফিকার আলিকে। ওই ব্যক্তি হরিহরপাড়া ব্লকের চোয়া অঞ্চল কংগ্রেসের সভাপতি।
পুলিশ আরও জানিয়েছে, পাড়া গ্রাম তৃণমূল নেতা খুনের ঘটনায় অন্যতম অভিযুক্ত ছিলেন ওই ব্যক্তি। পাড়াগ্রামের তৃণমূল নেতা সনাতন ঘোষ খুনের ঘটনায় নাম জড়ানোর পরপরই সে বেপাত্তা হয়ে যায়। তারপরেই জাল টাকার কারবারে জড়িয়ে পড়ে বলে জানতে পেরেছে পুলিশ। শুক্রবার ধৃতকে বহরমপুর জেলা জজ আদালতে পেশ করা হয়। পুলিশ জানিয়েছে, কীভাবে জাল টাকার কারবার চালাত জুলফিকার তা জানতে আরও তদন্ত করা দরকার। এইজন্য তাকে ১০ দিনের হেফাজত চেয়ে আবেদন জানিয়েছে পুলিশ।
ব্লক কংগ্রেসের সভাপতি জাহাঙ্গীর শাহ বলেন, "অসামাজিক কাজকর্মের সঙ্গে লিপ্ত থাকলে তাদেরকে আমরা কোনও মতেই বরদাস্ত করব না। পাড়া গ্রামে খুনের ঘটনায় নাম জড়ানোর পরেই তাকে অঞ্চল কংগ্রেস সভাপতি পদ থেকে অপসারণ করা হয়েছে।"