ফের অভিযোগ জীবনকৃষ্ণ সাহার বিরুদ্ধে
শেষ আপডেট: 7th December 2024 19:30
দ্য ওয়াল ব্যুরো, মুর্শিদাবাদ: ফের আর্থিক দুর্নীতির অভিযোগ বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার বিরুদ্ধে। প্রতিবন্ধী যুবককে বালিঘাট পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে টাকা নিয়ে পরে অস্বীকার করার অভিযোগ উঠেছে। এরপরেই বড়ঞা থানায় তৃণমূল বিধায়কের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই যুবক। যদিও অভিযোগ অস্বীকার করেছেন বিধায়ক।
মনে পড়ে একজন বিধায়ক হয়েও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকের সামনেই নিজের মোবাইল ফোন পুকুরে ছুড়ে ফেলে দিয়েছিলেন। আর সেই মোবাইল উদ্ধার করতে রীতিমতো পুকুরের জল ছেঁচে ফেলতে হয়েছিল ইডিকে! তবে জলে ভেজা সেই মোবাইল ফোন থেকেই পরে তাঁর বিরুদ্ধে নানা তথ্য উদ্ধার করতে সমর্থ হয় ইডি। নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত হয়ে বেশ কিছুদিন জেলে ছিলেন। পরে জামিন পান। বাড়ি আসার পরে এবার তাঁর বিরুদ্ধে উঠল নতুন অভিযোগ।
বড়ঞা থানার বেলগ্ৰামের যুবক মহম্মদ সালাউদ্দিন সেখের অভিযোগ, একটি বালির ঘাট পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে ২০২২ সালে তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা তাঁর কাছ থেকে ১ লক্ষ ২০ হাজার টাকা নেন। পরে নিয়োগ দুর্নীতি কাণ্ডে জেলে চলে যান তিনি। সালাউদ্দিন বলেন, "জেলে চলে যাওয়ায় আমার কাজটা করতে পারেননি। এখন জেল থেকে জামিনে বাড়ি ফিরেও আমাকে টাকা ফেরত দিচ্ছেন না। তাই আজ বড়ঞা থানায় লিখিত অভিযোগ জানিয়ে নিজের টাকা ফেরত পাওয়ার জন্য আইনের দ্বারস্থ হয়েছি।"
যদিও অভিযোগ ভিত্তিহীন বলে দাবি তৃণমূল বিধায়কের। জীবনকৃষ্ণ সাহা বলেন, "গোটা ঘটনাই রাজনৈতিক চক্রান্ত। আমার বিরুদ্ধে চক্রান্ত করেই এমন ভিত্তিহীন অভিযোগ আনা হচ্ছে।"