শেষ আপডেট: 17th October 2024 08:06
দ্য ওয়াল ব্যুরো: মঙ্গলবার রাতেই ১৩ বছরের এক কিশোরের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছিল মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার মাগুড়া গ্রামে। ২৪ ঘণ্টা পেরোতেই ফের হরিহরপাড়ারয় উদ্ধার ঝুলন্ত মৃতদেহ!
পুলিশ জানিয়েছে, এবার এক কলেজ পড়ুয়ার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়েছে। মৃত কলেজ পড়ুয়ার নাম অভিজিৎ রায়। বাড়ি হরিহরপাড়া ভজরামপুর এলাকায়।
স্থানীয় সূত্রের খবর, বুধবার রাতে অনেক দেরি করে বাড়ি ফেরায় তার মা বকাবকি করে। তখন ওই পড়ুয়া ওই রাতেই বাড়ি থেকে বেরিয়ে চলে যায়। কিছুক্ষণ পরে রাতেই পরিবারের লোকজন ও স্থানীয় বাসিন্দারা খোঁজ শুরু করেন।
জানা গেছে, গভীর রাতে বাড়ি থেকে কিছুটা দূরের একটি মাঠে, পুকুরের ধারে গাছে ঝুলন্ত অবস্থায় দেখতে পাওয়া যায় অভিজিৎকে। তড়িঘড়ি তাকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। তবে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় হরিহরপাড়ার থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে।
কলেজ পড়ুয়া ঠিক কী কারণে এ ঘটনা ঘটাল তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। কেবল মায়ের বকুনির কারণেই এত বড় পদক্ষপ, নাকি অন্য কোনও কারণে এই মৃত্যু, তদন্ত করে দেখছে পুলিশ।