শেষ আপডেট: 11th November 2024 13:58
দ্য ওয়াল ব্যুরো, মুর্শিদাবাদ: প্রসূতিকে হাসপাতাল থেকে ফিরিয়ে দেওয়ার পর ঘরেই জন্ম হল সদ্যোজাতর। মা ও সন্তানকে ফের হাসপাতালে নিয়ে আসা হলে নাড়ি কাটার জন্য টাকা দাবি করা হয় বলে অভিযোগ। বচসা শুরু হলে প্রসূতিকে মারধরেরও অভিযোগ উঠেছে হাসপাতালের কর্মীদের বিরুদ্ধে। এরপরেই তুমুল শোরগোল পড়ে কান্দি মহকুমা হাসপাতালে ।
জানা গিয়েছে, বড়ঞার ভবানীনগর গ্রামের বাসিন্দা মতিয়ারা খাতুন। প্রসব যন্ত্রণা ওঠায় রবিবার সকালে কান্দি মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। কিন্তু রবিবার বিকেলে তাঁকে ছুটি দিয়ে দেওয়া হয়। রবিবার গভীর রাতে বাড়িতেই একটি পুত্র সন্তানের জন্ম দেন মতিয়ারা। মধ্যরাতেই পুত্র সন্তান সহ মাকে ফের কান্দি মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়।
অভিযোগ, তখন কর্তব্যরত কর্মীরা নাড়ি কাটার জন্য টাকা দাবি করেন। পরিবারের সদস্যরা জানান, অতিরিক্ত টাকা দিতে অস্বীকার করেন তাঁরা। উত্তপ্ত বাক্য বিনিময় চলার সময়েই প্রসূতিকে মারধর করা হয়। আর তারপরেই শুরু হয় তুমুল বচসা। এই ঘটনার জেরে কান্দি মহকুমা হাসপাতালে সোমবার সকাল থেকে বিক্ষোভ দেখান রোগীর পরিবারের সদস্যরা। ঘটনার খবর পেয়ে পৌঁছয় কান্দি থানার পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
যদিও এই ঘটনায় গাফিলতির অভিযোগ উঠেছে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে। আসন্ন প্রসবাকে কেন বাড়ি পাঠিয়ে দেওয়া হল, বা ফিরিয়ে আনা হলে কেন টাকা দাবি করা হল তাই নিয়ে প্রশ্ন উঠেছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।