শেষ আপডেট: 11th September 2024 14:40
দ্য ওয়াল ব্যুরো, মুর্শিদাবাদ: আরজি কর কাণ্ডের পরে মেডিক্যাল দুর্নীতির কথা সামনে এসেছিল। এই দুর্নীতিতে ডাক্তার বিরূপাক্ষ বিশ্বাসের নাম জড়িয়েছে। কয়েকদিন আগেই তাঁকে সাসপেন্ড করেছে আইএমএ। এবার মুর্শিদাবাদের এক ছাত্রকে মেডিক্যালে সুযোগ করে দেওয়ার নামে আর্থিক প্রতারণা অভিযোগ উঠল বিরূপাক্ষ বিশ্বাসের বিরুদ্ধে।
মুর্শিদাবাদের জলঙ্গি ভাদুরিয়াপাড়া বাসিন্দা দ্বীন মহম্মদ। তাঁর অভিযোগ, ছেলেকে মেডিক্যালে ভর্তি করিয়ে দেওয়ার আশ্বাস দিয়েছিলেন বিরূপাক্ষ বিশ্বাস। দু'দফায় মোট ৮ লক্ষ টাকা দেওয়ার পরেও মেডিক্যালে ভর্তি করিয়ে দেননি ওই ডাক্তারবাবু। চার বছর আগে তাঁর সঙ্গে এমন প্রতারণা হয়। আদালতে বিরূপাক্ষের বিরুদ্ধে মামলাও করেছেন তিনি।
২০২০ সালে দ্বীন মহম্মদের ছেলে ডাক্তারি পড়ার জন্য নিট পরীক্ষা দিয়েছিলেন। পরীক্ষার ফল আশানুরূপ হয়নি। কম নম্বর পাওয়ায় সরকারি মেডিক্যাল কলেজ সুযোগ পাচ্ছিলেন না ওই ছাত্র।
সেই সময়ে ছাত্রের বাবা দ্বীন মহম্মদের সঙ্গে স্থানীয় এক চিকিৎসকের সঙ্গে পরিচয় হয়। ওই চিকিৎসকই বিরূপাক্ষ বিশ্বাসের সঙ্গে দ্বীন মহম্মদের পরিচয় করিয়ে দিয়েছিলেন। সেই সময়ে ছেলেকে মেডিক্যাল কলেজে ভর্তি করানোর জন্য হন্যে হয়ে ঘুরছিলেন দ্বীন। তাই বিরূপাক্ষের কাছে সাহায্য চান।
অভিযোগ, বিরূপাক্ষ কলেজে সিট বুকিং করে দেওয়ার নাম করে ছাত্রের বাবার কাছ থেকে আট লক্ষ টাকা নেন। দু'দফায় সেই টাকা দিয়েছিলেন দ্বীন। কিন্তু কোনও সদর্থক উত্তর না আসায় টাকা ফেরত চাইতে গেলে ছাত্রের বাবাকে হুমকি দেন বিরূপাক্ষ।
অগত্যা তিনি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এরপরে জেলা আদালতে অভিযোগ জানান। সেই থেকে বিরূপাক্ষ বিশ্বাসের বিরুদ্ধে মামলা চলছিল। দ্বীন মহম্মদের দাবি, গত শনিবার আচমকাই তাঁকে ফোন করেন বিরূপাক্ষ বিশ্বাস। সেখানে সুর নরম করে তাঁর সঙ্গে কথা বলেন। অবশেষে ৪৫ হাজার টাকা বিরূপাক্ষ তাঁকে ফেরত দিয়েছেন বলে ছাত্রের বাবার দাবি।
এই বিষয়ে জানতে বিরূপাক্ষ বিশ্বাসকে ফোন করা হয়েছিল। সেখানে তিনি বলেন, এভাবে অপপ্রচার করা হচ্ছে। কেন এমন করা হচ্ছে তিনি জানেন না।