শেষ আপডেট: 29th January 2025 16:49
দ্য ওয়াল ব্যুরো, নদিয়া: চাপড়ার মহেশনগরে জমি সংক্রান্ত বিবাদের জেরে তুমুল অশান্তি। চলল বোমা ও গুলি। ঘটনায় একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
বুধবার দুপুরে নাকাশিপাড়ার শিবপুরে জমিতে কাজ করছিলেন লোকজন। সেইসময় আচমকা হামলা হয় বলে জানা গেছে। অভিযোগ, মুড়িমুড়কির মতো বোমা পড়তে শুরু করে। চলে গুলিও। ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। গুলি ও বোমার আঘাতে গুরুতর জখম হন ৩ জন।
হামলাকারীরা এলাকা ছাড়লে আহতদের উদ্ধার করে চাপড়া গ্রামীণ হাসপাতাল নিয়ে যান বাসিন্দারা। হাসপাতালে চিকিৎসকরা আলহামদু শেখকে (৫২) মৃত বলে ঘোষণা করেন। বাকি দুজনের অবস্থাও আশঙ্কাজনক হওয়ায় তাদের কৃষ্ণনগর শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশবাহিনী। চাপড়া থানার পুলিশ জানিয়েছে, জমি বিবাদের জেরে হামলা বলে প্রাথমিক অনুমান। পুরো ঘটনার তদন্ত চলছে। বেশ কয়েকজনের নামে অভিযোগ পাওয়া গেছে। দুষ্কৃতীদের খোঁজে এলাকায় তল্লাশি শুরু হয়েছে।