সীমান্তে অশান্তি
শেষ আপডেট: 4th February 2025 11:57
মামিনুল ইসলাম, মুর্শিদাবাদ
ফের সীমান্তে উত্তেজনা। এবার লালগোলা সীমান্তে গ্রামবাসীদের সঙ্গে বিরোধ বিএসএফের। মাঠ থেকে কৃষকদের ফসল নিয়ে আসার রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠল বিএসএফের বিরুদ্ধে। গ্রামবাসীদের বিরুদ্ধে পাল্টা অভিযোগ, সীমান্তে বিএসএফের ওয়াচ টাওয়ার তৈরিতে বাধা দিচ্ছেন তাঁরা।
ভারত বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা ব্যবস্থাকে জোরদার করতে ওয়াচ টাওয়ার নির্মাণ করার সিদ্ধান্ত নিয়েছে সীমান্তরক্ষী বাহিনী। আর সেই কাজ করতে গিয়ে লালগোলার রামনগর এলাকায় স্থানীয় একদল কৃষক বাধা সৃষ্টি করেছে বলে বিএসএফের অভিযোগ। কৃষকদের দাবি, ওই ওয়াচ টাওয়ার তৈরি হলে গবাদি পশুর চাষের ক্ষেত্রে রাস্তা দিয়ে যাতায়াতে অসুবিধা সৃষ্টি হবে। সমস্যা হবে খেত থেকে ফল-সবজি নিয়ে আসার ক্ষেত্রে।
সোরাবর্দি শেখ নামের এক চাষি জানান, বিএসএফের বাধায় কয়েক বিঘা জমি ফেলে রেখেছেন তিনি। চাষ করতে পারছেন না। কারণ চাষের ফসল ঘরে আনবেন কী করে। ভ্যান বা সাইকেল কিছুই নিয়ে যেতে দেয় না বিএসএফ। তাঁর কথায়, ধানের মরসুম, আলুর মরসুম সব চলে যাচ্ছে। কিন্তু কিছুতেই কোনও চাষ করতে পারছি না।
কৃষকরা এককাট্টা হয়েছেন জানতে পেরে ছুটে আসেন স্থানীয় পঞ্চায়েতের সদস্য রিন্টু শেখ। কিন্তু তাঁর অভিযোগ, বিএসএফ তাঁর কোনও কথাই শুনতেই চাইছে না।
পাল্টা বিএসএফ সূত্রে জানা গিয়েছে, ১৪৯ নম্বর ব্যাটেলিয়নের নিজস্ব নিয়ন্ত্রণাধীন ওই জমির উপরই ওই ওয়াচ টাওয়ার তৈরি করা হবে দেশের নিরাপত্তা ব্যবস্থাকে মজবুত করার জন্য। সেক্ষেত্রে কোনওভাবেই কৃষকদের সমস্যায় পড়তে হবে না। কৃষকদের উস্কানি দিয়ে বিক্ষোভ সংগঠিত করা হচ্ছে বলে তাদের অভিযোগ। এবং স্থানীয় পাচারকারীদের মদতেই এই কাজ হচ্ছে বলেও অভিযোগ।
বিএসএফের বক্তব্য, ওই এলাকায় সীমান্ত রক্ষী বাহিনী দেশের নিরাপত্তা মজবুত করার জন্য ওয়াচ টাওয়ার তৈরি করছে। এই কাজ কোনওভাবেই মেনে নিতে না পেরে ঢাল হিসেবে স্থানীয় কৃষকদের ভুল বুঝিয়ে অশান্তি সৃষ্টি করা হচ্ছে।