মানব পাচারের অভিযোগে গ্রেফতার
শেষ আপডেট: 5th December 2024 15:28
দ্য ওয়াল ব্যুরো, নদিয়া: জ্বলছে বাংলাদেশ। সীমান্তেও তার আঁচ। এরইমধ্যে বেআইনিভাবে কাঁটাতারের বেড়া পেরিয়ে বাংলাদেশি নাগরিকদের ভারতে নিয়ে আসা ও ভারত থেকে বাংলাদেশে পাঠানোর এক চক্রের সন্ধান পেল রানাঘাট জেলা পুলিশ।
গোপন সূত্রে খবর পেয়ে এমনই পাচার চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করল ধানতলা ও হাঁসখালি থানার পুলিশ। নির্ধারিত খবরের সূত্রে বুধবার রাতে হাঁসখালির শীলবেড়িয়া গ্রামে হানা দেয় পুলিশ। এখান থেকে দুজনকে গ্রেফতার করা হয়। তাদের জেরা করে ধানতলার কুলগাছি থেকে আরও তিনজনকে গ্রেফতার করে পুলিশ।
পুলিশসূত্রে খবর, গত কয়েকদিনে বাংলাদেশ থেকে বেআইনিভাবে ভারতে আসা একাধিক বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করেছে হাঁসখালি ও ধানতলা থানার পুলিশ। কীভাবে তারা ভারতে এসেছিল তা জানতে তদন্ত শুরু হয়। জানা যায় ধানতলা ও হাঁসখালি থানা এলাকার ভারত-বাংলাদেশ সীমানায় সক্রিয় রয়েছে একটি পাচার চক্র। যারা বেআইনিভাবে বাংলাদেশ থেকে ভারতে ও ভারত থেকে বাংলাদেশে মানুষদের আনা নেওয়ার ক্ষেত্রে মিডলম্যান হিসেবে কাজ করত।
এরপরেই ঘটনার তদন্ত শুরু করে হাঁসখালির শীলবেড়িয়া থেকে দুজনকে ও ধানতলার কুলগাছি থেকে তিনজনকে গ্রেফতার করে হাঁসখালি ও ধানতলা থানার পুলিশ। বৃহস্পতিবার ওই পাচারকারীদের রানাঘাট আদালতে পাঠায় হাঁসখালি ও ধানতলা থানার পুলিশ। হেফাজতে চেয়ে আবেদনও করা হয়।
বৃহস্পতিবার ধানতলা থানায় সাংবাদিক সম্মেলন করেন রানাঘাট পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার লাল্টু হালদার বলেন, "বাংলাদেশের অস্থির পরিস্থিতির জন্য সে দেশ থেকে বহু মানুষ ভারতে চলে আসতে চাইছেন। কাজ পাওয়ার জন্যই ঢুকতে চাইছেন তাঁরা। তাই দালাল চক্রও এখন অতি সক্রিয়। এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে তৎপর জেলা পুলিশ। ইতিমধ্যেই অভিযান শুরু হয়েছে। ভবিষ্যতে এই অভিযান আরও জোরদার করা হবে।"