শেষ আপডেট: 18th October 2024 19:16
দ্য ওয়াল ব্যুরো, নদিয়া: কৃষ্ণনগরের তরুণীর মৃত্যু রহস্য উদ্ঘাটনে শুক্রবারও ঘটনাস্থলে গিয়েছিলেন ফরেন্সিক বিশেষজ্ঞরা। নমুনা সংগ্রহের সময় মিলল প্লাস্টিকের বোতল। তারমধ্যে যে হালকা নীল রঙের তরল মিলেছে তাতে কেরোসিনের গন্ধ পাওয়া গেছে বলে জানিয়েছেন কৃষ্ণনগর পুলিশ জেলার সুপার অমরনাথ কে।
এই মৃত্যুর ঘটনার তদন্তে ইতিমধ্যেই পুলিশসুপারের নেতৃত্বে সিট গঠন করা হয়েছে। শুক্রবার তদন্তের অগ্রগতি সম্পর্কে জানতে চাওয়া হলে অমরনাথ কে জানান, বৃহস্পতিবার ঘটনাস্থল থেকে আঙুলের ছাপের নমুনা সংগ্রহ করেছে ফরেন্সিক দল। একটি প্লাস্টিকের বোতলও পাওয়া গিয়েছে। তার মধ্যে হালকা নীলচে রঙের তরল মিলেছে। যাঁরা পরীক্ষা করেছেন, তাঁরা জানিয়েছেন, ওর ভিতরে কেরোসিনের গন্ধ পাওয়া গিয়েছে।
পুলিশ সুপার জানান, শনি বা রবিবার ময়নাতদন্তের রিপোর্ট এলে জানা যাবে, এটা খুন না আত্মহত্যা। অমরনাথ বলেন, "যে জায়গা থেকে তরুণীর দেহ উদ্ধার হয়েছে, সেই জায়গাটিই প্রকৃত ঘটনাস্থল বলে মনে করা হচ্ছে। তবে তদন্ত শেষ হলে বিষয়টি নিশ্চিত হবে।" মৃতা তরুণীর হোয়াট্সঅ্যাপ স্ট্যাটাসে যে অডিয়ো ক্লিপ মিলেছে, সেটিও পরীক্ষা করে দেখা হবে বলে জানান পুলিশসুপার।
বুধবার কৃষ্ণনগরে তরুণীর পোড়া দেহ উদ্ধার হয়। তাঁকে গণধর্ষণ করে খুন করা হয়েছে বলে দাবি পরিবারের। সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন তাঁরা। তাঁদের অভিযোগের ভিত্তিতেই ওই তরুণীর প্রেমিককে গ্রেফতার করে পুলিশ। তবে ধৃত যুবকের বাবার দাবি, মেয়েটির মৃত্যু হলেই তাঁর প্রেমিক দোষী হয়ে যেতে পারে না। পুলিশ ভাল করে তদন্ত করে দেখুক। ঘটনার সঙ্গে তাঁর ছেলে কোনওভাবেই জড়িত নয় বলেও দাবি করেন তিনি। বৃহস্পতিবার কল্যাণীর জেএনএম হাসপাতালে তরুণীর দেহের ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার পরে রাতেই নবদ্বীপের শ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়।