শেষ আপডেট: 8th November 2024 19:05
দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম বর্ধমান: তিন আগে স্ত্রীকে বলেছিলেন "বাইরে কাজে যাচ্ছি"। এরপরে আর বাড়ি ফেরেননি। বহু খোঁজাখুঁজির পরে হোমিওপ্যাথি ডাক্তারের দেহ মিলল তাঁরই চেম্বার থেকে। এই ঘটনাকে ঘিরে শুক্রবার উত্তেজনা ছড়িয়ে পড়ে রানিগঞ্জের এম এন ঘোষ রোড়ে মাজার শরিফ আজাদ নগর এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকদিন ধরে ওই ডাক্তার চেম্বারে আসছিলেন না। শুক্রবার সকালে চেম্বারের সার্টার বন্ধই ছিল। কিছু চেম্বারের সামনে রক্ত পড়ে থাকতে দেখেন কয়েকজন স্থানীয়। তখন সন্দেহ হয়। তাঁরা সার্টার উঠিয়ে দেখেন চেম্বারে গলায় দড়ি ফাঁস লাগিয়ে ঝুলছে ডাক্তারবাবুর দেহ। এরপরেই পুলিশ ডাকেন তাঁরা। পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেহ উদ্ধার করে।
পুলিশ সূত্রে জানা গেছে, মৃতের নাম লালমোহন খাঁ। তাঁর বাড়ি রানিগঞ্জের তারবাংলা রাজপাড়া এলাকায়। আত্মীয়দের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে, লালমোহন বেশ কয়েকদিন ধরেই আর্থিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছিলেন। এতে তিনি মানসিক অবসাদে ভুগছিলেন। গত তিন দিন আগে স্ত্রীকে বাইরে কাজে যাচ্ছেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন। কিন্তু তার পর থেকে বাড়ি ফেরেননি। এ বিষয়ে একটি অস্বাভাবিক মৃত্যুর অভিযোগ দায়ের করছে পুলিশ।
খবর পেয়েই ঘটনাস্থলে এসেছিলেন স্থানীয় কাউন্সিল। তিনি বলেন, "এই ঘটনা খুবই দুঃখজনক। মানুষকে সুস্থ করে তোলা যাঁর কাজ তিনি মানসিক অবসাদে ভুগছিলেন। তাতেই এমন চরম পথ বেছে নিলেন।"