বাংলাদেশের বাসিন্দার নামে আবাস যোজনার ঘর!
শেষ আপডেট: 9th December 2024 20:14
কাজল বসাক, নদিয়া
বাংলাদেশের বাসিন্দার নামে আবাস যোজনার ঘর! অভিযোগ পেয়েই তৎপর হল হরিণঘাটা থানার পুলিশ। ঘটনায় শোরগোল পড়ল হরিণঘাটার ঝিকরা খ্রিষ্টানপাড়ায়। হরিণঘাটার বিডিও মহাশ্বেতা বিশ্বাস অবশ্য জানান, এমন কোনও অভিযোগ তিনি পাননি। পেলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।
ঝিকরা খ্রিষ্টানপাড়ার বাসিন্দাদের অভিযোগ মফিজুল মণ্ডল আদতে বাংলাদেশের বাসিন্দা। দীর্ঘদিন ধরে পরিবার নিয়ে এই দেশে থাকছিলেন। শুধু তাই নয় ভারত এবং বাংলাদেশ দুই দেশেই তিনি যাতায়াত করেন কোনও বাধা ছাড়াই । কয়েকদিন আগেই বাংলাদেশ গিয়েছিলেন। ২ দিন আগে আবার এদেশে এসেছেন। স্থানীয় বাসিন্দা বিলকুমার দাস বলেন, "আমার পূর্বপুরুষ ছিলেন বাংলাদেশে। কিন্তু আমাদের জন্ম এখানে। তাও এখনও আধার কার্ড ভোটার কার্ড হয়নি। মফিজুল কী করে এগুলি জোগাড় করল বুঝতে পারছি না।"
আরেক বাসিন্দা আশুতোষ দাস বলেন, মফিজুলের কোনও জমি নেই। পাশের বাড়ির জমি দেখিয়ে আবাস যোজনার ঘর পেয়েছে। কী করে এটা সম্ভব হল!" খবর পেয়ে হরিণঘাটা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়।
যদিও অভিযুক্ত মফিজুলের দাবি, তিনি ৩৫ বছর ধরে এই পাড়াতেই থাকেন। তাঁর শ্বশুরবাড়ি বাংলাদেশে রয়েছে। একমাস আগে স্ত্রীকে নিয়ে সেখানে গেছিলেন। তাঁকে কোনও অসুবিধাই পোহাতে হয়নি। সবে তিনি হরিণঘাটার বাড়িতে ফিরেছেন।
তিনি আরও জানিয়েছেন, তিনি আগে সিপিএম করতেন। পরে তৃণমূলে যোগ দেন। আবাস যোজনায় বাড়ি পেতে তিনি স্থানীয় নেতাকে ৫ হাজার টাকা করে দিয়েছিলেন। একটি বাড়ি তাঁর নামে রয়েছে। অপরটি তাঁর শ্বশুরের নামে।
হরিণঘাটার বিডিও মহাশ্বেতা বিশ্বাস বলেন, "লিখিত কোনও অভিযোগ এখনও পাইনি। আমরা খতিয়ে দেখছি। অনৈতিক কিছু ধরা পড়লে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।"