শেষ আপডেট: 16th January 2025 14:03
দ্য ওয়াল ব্যুরো, মুর্শিদাবাদ: গোয়ালপোখরের পর ডোমকল। আসামি ধরতে গিয়ে আক্রান্ত হল পুলিশ। অভিযোগ,
পুলিশকে হাঁসুয়া নিয়ে তাড়া করে অভিযুক্তকে ছিনিয়ে নিয়ে পালাল পরিবারের লোকজন।
বৃহস্পতিবার চুরির ঘটনার তদন্তে গিয়ে আক্রান্ত হয় পুলিশ। স্থানীয় সূত্রে জানা গেছে, চুরির ঘটনায় অভিযুক্তকে পাকড়াও করতেই পুলিশকে ঘিরে ধরে হাঁসুয়া নিয়ে তাড়া করে অভিযুক্তের পরিবারের লোকজন। ডোমকলের রায়পুর অঞ্চলের প্রাক্তন প্রধান ও তাঁর বাড়ির লোকজনের বিরুদ্ধে অভিযোগ পুলিশের।
ধারালো অস্ত্রে ইনভেস্টিগেশন অফিসারের হাতে গুরুতর আঘাত লেগেছে বলে খবর। এই ঘটনার চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবারই পুলিশ হেফাজতে থাকা আসামিকে ছিনিয়ে নিতে গুলি চলে উত্তর দিনাজপুরের গোয়ালপোখরে। ঘায়েল হন দুই পুলিশ কর্মী। উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে তাঁদের চিকিৎসা চলছে। ওইদিন রায়গঞ্জের পথে পাঞ্জিপাড়ার কাছে গাড়িতে থাকা দুষ্কৃতী সাজ্জাদ আলম শৌচাগারে যেতে চেয়ে গাড়ি থামাতে বলে। বারবার সে অনুরোধ করতে থাকায় বাধ্য হয়ে গাড়ি থামায় পুলিশ। সাজ্জাদকে গাড়ি থেকে নামাতেই পুলিশকে লক্ষ্য করে ছুটে আসে পরপর গুলি। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন দুই পুলিশ কর্মী নীলকান্ত সরকার ও দেবেন বৈশ্য।
দুই পুলিশ কর্মীকে উদ্ধার করে ইসলামপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁদের। খবর পেয়ে উচ্চপদস্থ পুলিশ কর্তারা ঘটনাস্থলে যান।