ভিক্ষুকের ঘরে মিলল ২ লক্ষাধিক টাকা
শেষ আপডেট: 11th February 2025 12:20
মামিনুল ইসলাম, মুর্শিদাবাদ
বৃদ্ধার মৃত্যুর পর বাড়ি থেকে পাওয়া টাকা গুনতে হিমশিম। ভিক্ষা করে দিন কাটত ওই বৃদ্ধার। তাতেই চোখ কপালে উঠল এলাকার মানুষের।
মুর্শিদাবাদের ভগবানগোলার বেলিয়াচকপাড়া এলাকায় থাকতেন অসেনুর বেওয়া। চার ছেলে মেয়ে থাকলেও তাঁকে কেউ দেখাশোনা করত না। এক বাড়িতেও থাকতও না তারা। ভিক্ষে করেই জীবন ধারণ করতেন বৃদ্ধা অসেনুর বেওয়া।
বাসিন্দারাই জানান, বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন। অশক্ত শরীরেই ভিক্ষে করতেন। রবিবার রাতের দিকে তাঁর মৃত্যু হয়। পরের দিন তাঁর বাড়িতে ঢুকে এলাকার মানুষ দেখেন অনেকগুলি মাটির হাঁড়িতে টাকা পয়সা জমা করা। এতগুলো মাটির হাঁড়ি ভর্তি টাকা দেখে অবাক হয়ে যান পড়শিরা। শুরু হয় টাকা গোনার কাজ।
শেষমেশ বৃদ্ধা ভিক্ষুকের বাড়িতে মিলল ২লক্ষ ২৩ হাজার ৪১৪ টাকা। যা দেখে চক্ষু ছানাবড়া এলাকাবাসীর। একজন বদ্ধা ভিক্ষুকের ঘরে যে লক্ষাধিক টাকা মিলবে ভাবতেও পারেননি তাঁরা। খবর দেওয়া হয় পুলিশকে। ওই বৃদ্ধার সন্তানদেরও খবর দেওয়া হয়েছে। ভিক্ষুকের ঘরের এই ধন এখন কাদের মধ্যে বাঁটোয়ারা হয় সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন স্থানীয় মানুষ।