শেষ আপডেট: 8th November 2024 17:44
দ্য ওয়াল ব্যুরো, মুর্শিদাবাদ: রোগী মৃত্যুর ঘটনায় তেতে উঠল লালবাগ মহকুমা হাসপাতাল। 'ভুল চিকিৎসায়' রোগী মৃত্যুর পরে প্রতিবাদ করায় মৃতের বাবা-মাকে মারধরের মারাত্মক অভিযোগ উঠল।
প্রসব যন্ত্রণা ওঠায় গত ১৪ অক্টোবর লালবাগ মহকুমা হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছিল রানিতলার বেণীপুরের বাসিন্দা সঙ্গীতা খাতুনকে। শারীরিক পরীক্ষার পর সিজার করার সিদ্ধান্ত নেন কর্তব্যরত চিকিৎসক। কিন্তু সন্তানের জন্ম দেওয়ার পরেই সঙ্গীতার শারীরিক পরিস্থিতির অবনতি হয়। তাঁর পরিবারের লোকজন দাবি করেন, চিকিৎসায় গাফিলতির কারণেই শারীরিক পরিস্থিতির অবনতি হয় সঙ্গীতার।
লালবাগ মহকুমা হাসপাতাল থেকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয় তাকে। অবস্থার উন্নতি না হওয়ায় তাঁকে বহরমপুরের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করান সঙ্গীতার পরিবার। কিন্তু অবস্থার আরও অবনতি হওয়ায় এসএসকেএমে পাঠানো হয় তাঁকে। তবে এখানে এনেও শেষরক্ষা হয়নি। ৪ নভেম্বর এসএসকেএম হাসপাতালে মৃত্যু হয় তাঁর। পরিবারের দাবি, হাসপাতাল থেকে তাঁদের জানানো হয় অস্ত্রোপচার ঠিকমতো না হওয়ায় শরীরে রক্ত জমাট বেঁধে কিডনি নষ্ট যায়। আর তার ফলেই মৃত্যু হয় ওই মহিলার।
বিষয়টি জানার পরেই বৃহস্পতিবার সন্ধ্যায় লালবাগ হাসপাতালে যান সঙ্গীতার পরিবারের লোকজন। তাঁরা অভিযোগ করেন, যে চিকিৎসক সঙ্গীতার অস্ত্রোপচার করেছিলেন তাঁকে বিষয়টি বলতেই তিনি রেগে যান। হাসপাতালের অন্যদের নিয়ে মৃতার পরিবারের উপর চড়াও হন। সঙ্গীতার স্বামী তৌফিক হাসানের অভিযোগ, ‘‘ভুল অপারেশন করায় আমার স্ত্রীর মৃত্যু হয়েছে। আমরা কথা বলতে গেলে ডাক্তারের লোকজন আমাদের মারধর করেন।’’
পরিবারের অভিযোগ অবশ্য মানতে নারাজ মুর্শিদাবাদের মুখ্য স্বাস্থ্য আধিকারিক সন্দীপ সান্যাল। তিনি বলেন, ‘‘নির্দিষ্ট নিয়ম মেনেই ওই মহিলার চিকিৎসা হয়েছে। চিকিৎসায় কোনও গাফিলতি হয়নি।’’