শেষ আপডেট: 18th October 2024 13:55
দ্য় ওয়াল ব্যুরো, নদিয়া: বাইক চালাতে খুব ভালবাসেন কৃষ্ণনগরে তরুণী খুনে অন্যতম অভিযুক্ত যুবক। সম্প্রতি নিজের জন্য় একটি বাইক কেনার পরিকল্পনাও করেছিলেন। সেই কারণেই প্রেমিকাকে ধার দেওয়া ৪০ হাজার টাকা ফেরত পেতে মরিয়া হয়ে উঠেছিলেন। ওই যুবককে লাগাতার জেরা করে এই তথ্যগুলি পাওয়া গেছে বলে পুলিশের দাবি। সেটাই খুনের অন্যতম মোটিফ কিনা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশ কর্তারা।
কৃষ্ণনগরের তরুণীর অর্ধদগ্ধ দেহ উদ্ধারের পর ওই যুবককেই মূল অভিযুক্ত হিসাবে গ্রেফতার করা হয়। আদালতে তোলা হলে তাকে সাতদিনের জন্য পুলিশ হেফাজতে পাঠানো হয়। এই খুনের রহস্যভেদে লাগাতার জেরা করা হচ্ছে অভিযুক্তকে। পুলিশের দাবি, জেরায় ধৃত জানিয়েছে ধার নেওয়া ৪০ হাজার টাকা ফেরত দিয়ে দেবে বল জানিয়েছিল ওই তরুণী। কিন্তু কেন সেই সুযোগটুকু ক্লাস টুয়েলভের ছাত্রীকে দেওয়া হল না তার সদুত্তর এখনও মেলেনি।
পুলিশ আধিকারিকরা জানান, বাইক কেনার তোড়জোড় চলার সময় ওই যুগলের মধ্যে আরও কয়েকটি কারণে খানিক দূরত্ব তৈরি হয়। এই সময় ধৃত যুবকের সঙ্গে অন্য কোনও তরুণীর কোনও সম্পর্ক তৈরি হয়েছিল কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। কারণ মৃতা তরুণীর সঙ্গে অভিযুক্তের কথোপকথন পরীক্ষা করে এই সংক্রান্ত একাধিক তথ্য হাতে এসেছে।
বুধবার কৃষ্ণনগরে তরুণীর পোড়া দেহ উদ্ধার হয়। তাঁকে গণধর্ষণ করে খুন করা হয়েছে বলে দাবি পরিবারের। সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন তাঁরা। তাঁদের অভিযোগের ভিত্তিতেই ওই তরুণীর প্রেমিককে গ্রেফতার করে পুলিশ। তবে ধৃত যুবকের বাবার দাবি, মেয়েটির মৃত্যু হলেই তাঁর প্রেমিক দোষী হয়ে যেতে পারে না। পুলিশ ভাল করে তদন্ত করে দেখুক। ঘটনার সঙ্গে তাঁর ছেলে কোনওভাবেই জড়িত নয় বলেও দাবি করেন তিনি। বৃহস্পতিবার কল্যাণীর জেএনএম হাসপাতালে তরুণীর দেহের ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার পরে রাতেই নবদ্বীপের শ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়।