শেষ আপডেট: 19th January 2025 14:14
দ্য ওয়াল ব্যুরো, মুর্শিদাবাদ: জলের পাইপ নিয়ে বচসা। তার জেরে সাত সকালে মহিলাকে কুপিয়ে খুনের অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে। রবিবার এই ঘটনাকে কেন্দ্র করে বেলডাঙা পুরসভা ১৩ নম্বর ওয়ার্ডে উত্তেজনা ছড়ায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, মৃতের নাম সীতা ঘোষ। তিনি ওই ওয়ার্ডের ২৩ পল্লি ঘোষ পাড়া এলাকার বাসিন্দা। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রবিবার সকালে জলের পাইপ নিয়ে প্রতিবেশী বরুণ ঘোষের সঙ্গে সীতার ঝগড়া হচ্ছিল। সেই সময়ে অভিযুক্ত বরুণ ধারালো অস্ত্র নিয়ে সীতার উপর হামলা চালায়। মাটি ফেলে সীতাকে কোপাতে থাকে। মাকে বাঁচাতে গিয়ে আহত হয় সীতার মেয়ে রূপালী ঘোষও।
এমন রক্তাক্তিকাণ্ড দেখে বরুণকে আটকা যান বাকি প্রতিবেশীরা। কিন্তু তাঁদের হাত ছাড়িয়ে বরুণ পালিয়ে যায়। এই ঘটনার পরে দুজনকেই স্থানীয়রা উদ্ধার করে প্রথমে বেলডাঙা হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হওয়া সীতাকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়। সেখানেই তাঁর মৃত্যু হয়।
এই ঘটনার পরে পুলিশ ঘটনাস্থলে যায়। প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদ করছে। অভিযুক্তকে খুঁজতে তদন্ত শুরু করছে তারা। এতে এলাকার পরিস্থিতি থম থমে।