শেষ আপডেট: 13th October 2024 11:49
দ্য ওয়াল ব্যুরো, মুর্শিদাবাদ: সোশ্যাল মিডিয়ায় এক যুবতীর সঙ্গে প্রেম। তারপরে বিয়ের প্রস্তাব। প্রেমিকার সেই প্রস্তাব কিছুতে ফেলতে পারেননি প্রেমিক। তাই প্রেমিকা না দেখেই একেবারে ছাদনা তোলায় পৌঁছে গেছিলেন যুবক। সেখানে গিয়ে প্রেমিক দেখলেন, প্রেমিকা আর কেউ নন, তাঁর স্ত্রী। তারপরে কপালে জুটল বেধড়ক মার। সেই ভিডিও এখন ভাইরাল।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই যুবকের নাম বিপ্লব মণ্ডল। তাঁর বাড়ি মুর্শিদাবাদের ডোমকল থানার মমিনপুরে। তাঁর দুই পুত্র সন্তান রয়েছে। কেরলে পরিযায়ী শ্রমিকের কাজ করেন।
বিপ্লবের স্ত্রীর জানিয়েছেন, স্বামীর চরিত্র নিয়ে বহুদিন থেকে তাঁর সন্দেহ ছিল। তাই স্বামীকে হাতে নাতে ধরতেই এই ফন্দি এঁটেছিলেন। তিনি ফেসবুকে একটি ফেক প্রোফাইল খুলে স্বামীকে ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠান। ভুয়ো পরিচয়ে স্বামীর সঙ্গে ভাব জমিয়ে, তাঁর কুকীর্তি ফাঁস করেন।
জানাগিয়েছে, মেসেঞ্জারে প্রতিদিন প্রেমিকার সঙ্গে কথা বলতে বিপ্লব। অপরিচিত যুবতী বেশ ভরসাযোগ্য হয়ে উঠেছিলেন তাঁর। তাই ওই সময়ে বিপ্লবকে ওই যুবতী বিয়ের প্রস্তাব দেন। না দেখে, না বুঝে তাতে প্রস্তাবে রাজি হয়ে যান ওই যুবক। বৃহস্পতিবার দুপুর বেলায় ব্যাগপত্র গুছিয়ে বিয়ে করার জন্য বাড়ি থেকে বেরিয়ে ডোমকল বাসস্ট্যান্ডে চলে এসেছিল বিপ্লব। প্রেমিকার জন্য় অপেক্ষা করছিলেন। কিছুক্ষণ পরে সেখানে বাড়ির লোকজনকে নিয়ে হাজির হন বিপ্লবের সেই প্রেমিকা। কিন্তু তাঁকে দেখে রীতিমতো চমকে ওঠেন। দেখেন, প্রেমিকা আর কেউ নয় তাঁর স্ত্রী। বাপেরবাড়ির লোকজনকে নিয়ে হাজির হয়েছেন। বিপ্লব বুঝতে পারেন যে তিনি স্ত্রীর পাতা ফাঁদে ফেঁসে গেছেন। পালাতে গেছে তাঁকে ধরে বেধড়ক মারধর করেন শ্বশুরবাড়ির লোকজনরা।
এই দৃশ্য দেখে পথচারীরা সেখানে ভিড় জমিয়ে ছিল। রাস্তা অবরুদ্ধ হয়ে পরে। গণধোলাইয়ের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আক্রান্ত ওই যুবককে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।