শেষ আপডেট: 29th October 2024 18:01
দ্য ওয়াল ব্যুরো, নদিয়া: সারাদিন কাজে ব্যস্ত থাকেন। তাই অসুস্থ বৃদ্ধা মাকে দেখাশোনার জন্য আয়া রেখেছিলেন। একটি সিসিটিভি ফুটেজ প্রকাশ্য আসতেই আয়ার বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ জানিয়ে থানা গেলেন 'নির্যাতিতার' ছেলে।
হাড়হিম করা সেই সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, ৭২ বছরের অসুস্থ বৃদ্ধার পা ধরে টানতে টানতে বাথরুমে নিয়ে যাচ্ছেন অভিযুক্ত আয়া। ওই সিসিটিভি ফুটেজ দেখে আঁতকে উঠেছিলেন বৃদ্ধার ছেলের। এরপরেই আয়া বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন ওই ব্যক্তি। যদিও ওই ভিডিও সত্যতা যাচাই করেনি দ্য ওয়াল। ঘটনাটি ঘটেছে নদিয়ার কৃষ্ণনগর শহরের রায়পাড়ায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃদ্ধার ছেলের নাম দেবরাজ মণ্ডল। তিনি কম্পিউটারের দোকানে কাজ করেন। পরিবারিক অশান্তি এড়াতে তিনি শ্বশুরবাড়িতে থাকেন। তাই মা করুণারানী মণ্ডলকে দেখাশোনার করার জন্য আয়া রেখেছিলেন। কিন্তু নজরদারি চালাতে বাড়িতে লাগিয়েছিলেন সিসিটিভি। সেখানেই দেবরাজ দেখেন, তাঁর অর্থব মায়ের পা ধরে টানতে টানতে বাথরুমে নিয়ে যাচ্ছেন অভিযুক্ত আয়া।
দেবরাজ জানিয়েছেন, কয়েকদিন আগেই ওই আয়া কাজ ছেড়ে দেন। সেই সময়ে বৃদ্ধা করুণারানী আরও অসুস্থ হয়ে পড়েছিলেন। তখন বিষয়টি তাঁর নজরে আসে ছেলে দেবরাজের। ইতিমধ্যে অভিযুক্ত আয়ার বিরুদ্ধে ব্যবস্থা নিতে কোতওয়ালি থানার দ্বারস্থ হন ওই ব্যক্তি। পুলিশ ঘটনা ঘটনার তদন্ত শুরু করেছে।