শেষ আপডেট: 20th October 2024 14:45
দ্য ওয়াল ব্যুরো, মুর্শিদাবাদ: চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে মারার অভিযোগ উঠল ফরাক্কায়। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে মুর্শিদাবাদের ফরাক্কার মহাদেবনগরের গোপালনগর এলাকায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম করিম শেখ (২৮)। তিনি ফরাক্কার মহাদেবনগর পঞ্চায়েত এলাকার মহাদেবনগর গ্রামের বাসিন্দা। বাড়িতে তাঁর স্ত্রী ও দুই সন্তান রয়েছে।
কয়েকদিন ধরে ফরাক্কার মহাদেবনগর এলাকায় ঘন ঘন চুরির ঘটনা ঘটছিল। তাই আতঙ্কিত গ্রামবাসীরা। বাসিন্দারা জানিয়েছেন, শুক্রবার গভীর রাতে ওই যুবককে তাঁরা এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখেন। তাঁকে ওই ভাবে দেখে সন্দেহ হয় বাসিন্দাদের একাংশের। অভিযোগ, এরপরেই তাঁকে পাকড়াও করে বেদম মারধর করেন। ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন করিম। খবর পেয়ে ঘটনাস্থলে যায় ফরাক্কা থানার পুলিশ। করিমকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে জঙ্গিপুর হাসপাতালে পাঠায়। সেখানেই চিকিৎসাধীন ছিলেন ওই যুবক। পরে হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
করিমের মৃত্যুর পরে এই ঘটনা নিয়ে প্রশ্ন তুলেছেন মৃতের আত্মীয়রা। তাঁদের দাবি, করিম সেখানে কী উদ্দেশে গিয়েছিলেন তাঁরা জাননে না। তবে সন্দেহের বশে তাঁকে এইভাবে পিটিয়ে মারা হল কেন, তার বিচার চান। আত্মীয়দের দাবি, স্বামীহারা করিমের স্ত্রী ও তাঁর সন্তানদের দায়িত্ব এখন কে নেবেন?
যুবকের পরিবারের আরও দাবি, রাজমিস্ত্রির কাজ করতেন করিম। সংসার চালাতে আরও পাঁচরকম কাজ করতেন। চুরির অভিযোগ একেবারে 'ভিত্তিহীন'। যারা এই ঘটনা ঘটিয়েছে, তাদের উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন মৃতের পরিবার ও প্রতিবেশীরা। ফরাক্কা থানার পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে। ওই যুবক কেন এলাকায় ঘোরাঘুরি করছিল, সেবিষয়ে খতিয়ে দেখছে।