শেষ আপডেট: 20th October 2024 16:44
দ্য ওয়াল ব্যুরো, মুর্শিদাবাদ: ছাগল ঢুকে ফসল নষ্ট করে দিয়েছে, এই অভিযোগ এক প্রৌঢ়কে পিটিয়ে খুনের অভিযোগ উঠল প্রতিবেশীর বিরুদ্ধে। রবিবার সকালে এই ঘটনাকে কেন্দ্রে করে উত্তেজনা ছড়িয়েছিল হরিহরপাড়া থানার নিশ্চিন্তপুর মাঠপাড়া এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত ওই ব্যক্তির নাম সুবল মণ্ডল (৫৮)। তাঁর বাড়ি নিশ্চিন্তপুর মাঠপাড়া এলাকায়। এদিন সুবল মাঠে প্রতিদিনের মতো ছাগল চড়াতে গিয়েছিলেন। সুবল যখন ছাগল চরাচ্ছেন, তখনই প্রতিবেশী বিশ্বনাথ মণ্ডল সেখানে আসেন। সে অভিযোগ করে, তার জমির সমস্ত ফসল নষ্ট করে দিয়েছে সুবলের ছাগল। এই নিয়ে দুপক্ষের মধ্যে বচসা হয়। ক্রমে পরিস্থিত ঘোরালো হয়ে ওঠে। অভিযোগ, ঝগড়ার মধ্যে হাতে থাকা লোহার শাবল দিয়ে সুবলের মাথা আঘাত করে বিশ্বনাথ। সুবল মাটিতে লুটিয়ে পড়লে সেই শাবল দিয়ে সুবলকে পেটাতে থাকে ওই ব্যক্তি।
সুবলকে মার খেতে দেখে তাঁকে বাঁচাতে ঘটনাস্থলে আসেন বাকি প্রতিবেশীরা। বিশ্বনাথের হাত থেকে সুবলকে কোনওরকমে উদ্ধার করে বহড়ান প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। কিন্তু শেষ রক্ষা হয়নি। চিকিৎসকরা সুবলকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনার পরে কান্না ভেঙে পড়ে মৃতের পরিবার। তাঁরা অভিযুক্তের উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় হরিহরপাড়া থানা পুলিশ। তারা মৃতদেহ উদ্ধার করে। দেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর ব্যবস্থা করেছে পুলিশ।
স্থানীয়দের দাবি, বেশ কয়েক বছর ধরেই সুবল ও বিশ্বনাথের মধ্যে জমিতে ছাগল ছড়ানো নিয়ে বিবাদ চলছিল। এই ঘটনা তারই জের। ঘটনার তদন্ত শুরু করেছে হরিহরপাড়া থানার পুলিশ।