শেষ আপডেট: 10th December 2024 11:21
দ্য ওয়াল ব্যুরো, নদিয়া: শীত পড়তেই ঘন কুয়াশা জেরে জাতীয় সড়ক দুর্ঘটনা। মৃত্যু হল তিন ব্যক্তির। মঙ্গলবার ভোর চারটে নাগাদ শান্তিপুর বাবলা বাইপাসে ১২ নম্বর জাতীয় সড়কের উপর দুর্ঘটনাটি ঘটে।
সূত্রের খবর এদিন ভোর চারটে নাগাদ ১২ নম্বর জাতীয় সড়ক ধরে কলকাতা থেকে কৃষ্ণনগর যাচ্ছিল একটি লরি। শান্তিপুরের বাবলা বাইপাসে পেছনে একটি ছোট মালবাহী চারচাকা গাড়ি দাঁড়িয়ে থাকা লরিটিকে সজোরে ধাক্কা মারে। ঘটনাস্থলেই প্রাণ হারান ছোট গাড়িতে থাকা তিন ব্যক্তি।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে দুটো গাড়ি কলকাতা থেকে কৃষ্ণনগরের দিকে যাচ্ছিল। শান্তিপুর বাবলা বাইপাস এলাকায় একটি চায়ের দোকানের সামনে লরি দাঁড় করিয়ে চা খাচ্ছিলেন চালক ও খালাসি।সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা লরির পেছনে সজরে ধাক্কা মারে মালবাহী ছোট চার চাকা গাড়িটি।
স্থানীয়দের প্রাথমিক অনুমান ঘন কুয়াশার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে শান্তিপুর থানার পুলিশ। দেহ তিনটি উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। দুর্ঘটনাগ্রস্থ গাড়ি দুটোকে আটক করেছে পুলিশ।