শেষ আপডেট: 16th October 2024 13:28
দ্য ওয়াল ব্যুরো, মুর্শিদাবাদ: মায়ের কাছে মোবাইল চেয়েছিল ১৩ বছরের ছেলে। এরপরেই ঘর থেকে পাওয়া গেল কিশোরের ঝুলন্ত দেহ। এই ঘটনাকে কেন্দ্র করে শোরগোল ছড়িয়ে পড়ে মুর্শিদাবাদের হরিহরপাড়ার থানার মাগুড়া গ্রামে। মৃতের আত্মীয়দের দাবি, "মোবাইল না পেয়ে ছেলে আত্মহত্যা করেছে।"
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত নাবালকের নাম আলামিন শেখ। ক্লাস সেভেনের ছাত্র ছিল সে। আত্মীয়রা জানিয়েছেন, ওই কিশোর মোবাইল ফোনে আসক্ত হয়ে পড়েছিল। পড়াশোনায় মনোযোগ ছিল না তার। মোবাইল ঘাঁটা নিয়ে বারে বারে বাবা-মা তাকে বকাবকি করতেন।
মঙ্গলবার রাতে মায়ের কাছে মোবাইল চেয়েছিল সে। সেই সময়ে ছেলেকে শাসন করেছিলেন মা। মায়ের বকাঝকায় অভিমান হয়েছিল ছেলেরও। তাই কান্নাকাটি করে বাড়ির একটি ঘরে একা বসেছিল আলামিন। রাতে ওই ঘরে আলামিনকে তার বোন ডাকতে গেলে সে দেখে, গলায় ওড়নার ফাঁস দেওয়া অবস্থায় দাদা ঝুলছে। ওই নাবালিকা সঙ্গে সঙ্গে তার বাবা-মাকে জানায়। ছেলেকে এমন অবস্থায় দেখে বাকরুদ্ধ হয়ে পড়েন বাবা-মা। আলামিনদের বাড়িতে চেঁচামেচি শুনে প্রতিবেশীরাও সেখানে আসেন। তাঁরা পুলিশকে খবর দেন।
খবর পেয়ে হরিহরপাড়া থানার পুলিশ ঘটনাস্থলে যায়। সেখান থেকে তাকে উদ্ধার করে হরিহরপাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে পাঠায়। কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করেন। এরপরে দেহ ময়নাতদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। এই ঘটনায় পরিবারসহ এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া।