শেষ আপডেট: 16th October 2024 20:23
দ্য ওয়াল ব্যুরো, মুর্শিদাবাদ: বিকেলে ডোমকলের বর্তনাবাদের ঘটনার কিনারা করল পুলিশ। পরিত্যাক্ত বাড়ি থেকে জার ভর্তি বোমা উদ্ধার করল ডোমকল থানার পুলিশ। বাড়ির মধ্যে মাটি খুঁড়ে উদ্ধার করা হয় বড় একটি বোমা ভর্তি জার। যা থেকে ৪৫ টি তাজা সকেট বোমা উদ্ধার করল পুলিশ। তারপরেই বোমাগুলি নিষ্ক্রিয় করে বোম্ব ডিস্পোজাল স্কোয়ার্ড।
বুধবার সকালে ডোমকলের মেহেদিপাড়া এলাকায় মোমিন মণ্ডল নামে এক ব্যক্তির ছিন্নভিন্ন মৃতদেহ উদ্ধার করে পুলিশ। দেহ দেখে বোমা বিস্ফোরণে মৃত্যু হয়েছে বলে অনুমান করে ছিল পুলিশ। কিন্তু পরিবার ও স্থানীয়রা স্পষ্ট করেন, যে বোমা বাঁধার কাজ করতে গিয়েই মৃত্যু হয় তাঁর। পুলিশ ওই ঘটনার তদন্তে নেমে বর্তনাবাদ এলাকা থেকে দুজনকে গ্রেফতার করে। তাদের জিজ্ঞাসাবাদেই নাম উঠে আসে আশরাফুল মণ্ডল নামে এক ব্যক্তির নাম। পুলিশ জানতে তার বাড়িতে হানা দেয়।
নির্মীয়মান পরিত্যক্ত বাড়ির ভিতর কোনও বোমা না পেয়ে ফিরে আসতে যায়। সেই সময়ে ওই বাড়ির একটি জায়গার মাটি পুলিশের বুটের চাপে বসে যায়। এতেই সন্দেহ হয় পুলিশের। সেখানে কিছুটা খুঁড়তেই একটি জার দেখতে পায় তারা। সেটি খুলতেই চোখ কপালে ওঠে পুলিশের। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় বোম্ব ডিস্পোজাল স্কোয়ার্ডকে। তারা এসে জার ভর্তি বোমা উদ্ধার করে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানাগিয়েছে, রাতে এই বাড়িতেই বোমা বাধার কাজ চলছিল। এই বাড়িতেই বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই জার থেকে ৮৫ টি তাজা সকেট বোমা উদ্ধার করা হয়েছে। পরে সেগুলি নিষ্ক্রিয় করে। ওই ঘটনায় ঘটনাস্থলে উপস্থিত হন লালবাগ আতিরিক্ত পুলিশ সুপার সহ ডোমকল থানার আইসি। ঐ ঘটনায় আর কারা জড়িত তার তদন্ত শুরু করেছে পুলিশ।