শেষ আপডেট: 22nd January 2025 11:24
কাজল বসাক
নাম দুলাল বিশ্বাস। তবে সকলের কাছে তিনি বাঁকা দা হিসেবেই বেশি পরিচিত। কৃষ্ণনগরে হাই স্ত্রিটে একসময় দর্জির দোকান ছিল তাঁর। এখন আর নিয়মিত কোনও কাজ করেন না। তবে বয়সকে হারিয়ে ৭৮ বছর বয়সে বাঁকা দা ভ্যান রিক্সা নিয়ে রওনা হলেন কুম্ভ মেলার দিকে। স্ত্রীর আবদার রাখতে সঙ্গে নিয়েছেন তাঁকেও।
প্রত্যেক রবিবার সাইকেলপ্রেমী বন্ধুদের নিয়ে নানা জায়গায় সাইকেলে ভ্রমণ করে বেড়াতেন। স্বেচ্ছাসেবী সংগঠনের ডাকে 'নদী বাঁচাও জল বাঁচাও' স্লোগান নিয়ে সাইকেল অভিযানের একদম প্রথম সারিতে দেখা যায় তাকে। সাইকেলকে সঙ্গী করে ছোট ছোট মাইলস্টোন সম্পূর্ণ করেছেন। এবার লক্ষ্য আরও দূর। ভ্যান রিক্সার প্যাডেলে চাপ দিয়ে এবার সোজা প্রয়াগরাজের কুম্ভ মেলার দিকে রওনা হলেন বাঁকা দা।
যাওয়ার আগে বাঁকা দা বললেন, "কুম্ভে আমি যাচ্ছি বটে, তবে তীর্থ করতে নয়, সেখানে কোটি কোটি মানুষকে নদী- পরিবেশ- জল ইত্যাদি বাঁচানোর ও সংরক্ষণ করার বার্তা দিতে।" বছরভর তিনি যে সমস্ত অভিযান করে থাকেন এটি তারই একটি প্রতিরূপ।
তিনি জানান, প্রায় ১২ বছর আগে এই ভ্যান রিক্সার ওপরটা লোহার পাত দিয়ে ঘিরে দিয়েছিলেন বন্ধুরা। সেবার তিনি ঠিক করেছিলেন কামাখ্যার মন্দিরে যাবেন সাইকেল চালিয়ে। কিন্তু তা হয়নি। এবার এতটা দূরের রাস্তা সস্ত্রীক সাইকেল চালিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয় বলে বন্ধুরা এই গাড়িটির ব্যবস্থা করে দেন। গাড়িতে রয়েছে একাধিক সরঞ্জাম। রয়েছে গান শোনার ব্যবস্থাও। কৃষ্ণনগর থেকে রওনা হয়ে বর্ধমানও ছাড়িয়ে গিয়েছেন। এখন নিরাপদে কুম্ভ ঘুরে তাঁর ঘরে ফেরার অপেক্ষা করছেন দুলালবাবুর শুভানুধ্যায়ীরা।