শেষ আপডেট: 21st February 2025 20:14
কাজল বসাক, নদিয়া
শুধুমাত্র গোবর সার আর সরষের খোল, আর সন্তানকে মানুষ যেভাবে লালন করে, ঠিক সেরকম যত্ন। তাতেই অশোক
বিশ্বাসের উঠোনে বেড়ে উঠল সাড়ে ১২ ফুটের বেগুন গাছ (Egg Plant Farming)। ফল পাড়তে মই নিয়ে উঠতে হচ্ছে বাড়ির লোককে।
নদিয়ার (Nadia) মাজদিয়ার টুঙ্গি গ্রামের বাসিন্দা অশোক বিশ্বাস। বছর দেড়েক আগে বেগুনের বীজ এনে বাড়িতে লাগিয়েছিলেন। তার থেকে গাছ। সেই গাছ যে আস্তে আস্তে সব গাছের মাথা ছাড়িয়ে উঠবে কে ভেবেছিল! গাছ এতটাই বড় হয়েছে যে তাকে সোজা রাখতে বেগুন গাছের পাশেই পেয়ারা গাছে তাকে বেঁধে রাখতে হচ্ছে। গৃহিনী শিবানীকে নিয়ে রাতদিন এই গাছেরই যত্ন করছেন অশোকবাবু।
বছর ভর বেগুন ফলে গাছে। তারই টানে আসে হনুমান। তাদের থেকে বাঁচাতে বাড়তি নজর রাখতে হয়। শিবানীদেবী জানান, দলে দলে হনুমান এসে গাছের বেগুন সব নষ্ট করে দেয়। তাই খুব সজাগ থাকতে হয় তাঁদের। মঙ্গলবারেও হনুমান এসে গাছের অনেক বেগুন নষ্ট করে দিয়েছে।
অশোকবাবু বলেন, "আমি নিজেও চাষ করি। কিন্তু আমার নিজের বাড়িতে এতবড় বেগুন গাছ দেখে আমি নিজেই অবাক হয়ে যাই। এই বেগুনকে বলে শোলে বেগুন। অপূর্ব খেতে। দেড় বছরের মধ্যে এত বড় গাছ হয়েছে যে পেয়ারা গাছের সঙ্গে বেঁধে রেখেছি। মই নিয়ে গাছে উঠতে হয় ফল পাড়ার জন্য।"
পড়শিরা জানতেনই না এত বড় বেগুন গাছের কথা। জানতে পেরে তাজ্জব হয়ে যান তাঁরা। এখন অনেকেই ভিড় করছেন তাঁর বাড়ি। অশোকবাবুর কাছে এই গাছের বীজ দেওয়ার অনুরোধ জানিয়ে রেখেছেন অনেকেই।