শেষ আপডেট: 2nd October 2024 14:19
দ্য় ওয়াল ব্যুরো, নদিয়া: রানাঘাটে ১১২ ফুটের দুর্গাপুজো হচ্ছে না। মহালয়ার সকালেই পুজো বন্ধের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়ে দিলেন উদ্যোক্তারা। তাঁরা জানালেন, মামলা লড়ার টাকা নেই, তাই এবারের পুজো বন্ধ রাখারই সিদ্ধান্ত নিতে হল তাঁদের।
উদ্যোক্তারা জানান, বিশ্বের সর্ববৃহৎ দুর্গাপ্রতিমা তৈরি করে তাক লাগাতে চেয়েছিলেন তাঁরা। কিন্তু সেটা করতে গিয়েই আইনি জটিলতায় পড়তে হল। এই আইনি লড়াই লড়ার টাকা নেই তাঁদের। তাই এবারের পুজো না করারই সিদ্ধান্ত নিলেন। তাঁরা জানান,কলকাতা হাইকোর্ট জেলাশাসকের কাছে পাঠিয়েছিলেন তাঁদের, যাতে পুজোর বিষয়টি বিবেচনা করে দেখা হয়। উদ্যোক্তারা মনে করেন, এই পুজোটা হলে গোটা গ্রামই সবার নজরে আসত। এতে গ্রামের মানুষের সুবিধা হত। পুজোটা করার জন্য এ পর্যন্ত ৬০ লক্ষ টাকা খরচ হয়েছে। আইন আদালত করে আর টাকা খরচ করা তাঁদের পক্ষে সম্ভব নয়।
পুজো বন্ধের সিদ্ধান্ত জানার পরেই চোখে জল গ্রামের মানুষের। শুধু টাকাই নয়, পুজোর জন্য ৪০ বিঘা জমিতে ফসল না ফলিয়ে রেখে দিয়েছিলেন তাঁরা। উৎসব হবে না জেনে ভেঙে পড়েছেন তাঁরা।