শেষ আপডেট: 1st December 2023 13:44
দ্য ওয়াল ব্যুরো: ডোমকলের তৃণমূল বিধায়ক জাফিকুল ইসলামের বাড়ি থেকে ১০০ ভরি সোনার গয়না বাজেয়াপ্ত করা হয়েছে বলে দাবি করেছে সিবিআই। তদন্তকারী সংস্থার দাবি, এই গয়নার কোনও বৈধ কাগজ নেই। তাই এগুলি বাজেয়াপ্ত করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ছ’টা নাগাদ প্রথমে বড়ঞার কুলিতে ঝন্টু শেখ নামে একজনের বাড়িতে তল্লাশি শুরু করেন সিবিআই আধিকারিকরা। তারপরেই বিধায়ক জাফিকুলের বাড়িতে হানা দেন সিবিআই অফিসাররা। বিধানসবার অধিবেশন চলায় বিধায়ক এখন কলকাতায়। ডোমকলের বাড়িতে রয়েছেন তাঁর স্ত্রী ও কন্যা। সিবিআই আধিকারিকরা দাবি করেন, প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় সুনির্দিষ্ট কিছু তথ্য প্রমাণ পাওয়া গেছে। মানিক ভট্টাচার্যের ঘনিষ্ঠ ডোমকলের বিধায়ক জাফিকুল ইসলাম নিয়োগ দুর্নীতিতে জড়িত বলেই সন্দেহ তদন্তকারীদের। তার ভিত্তিতেই তল্লাশি ও জিজ্ঞাসাবাদ চালানো হয়। সার্চ ওয়ারেন্ট দেখিয়েই বিধায়কের বাড়িতে ঢোকেন তাঁরা।
তল্লাশি চালানোর সময় বিধায়কের বাড়ির দুটি শোওয়ার ঘর থেকে মেলে টাকা বোঝাই বেশ কয়েকটি ব্যাগ। একটা সময় টাকা গুনতে ডোমকলের একটি ব্যাঙ্ক থেকে টাকা গোনার মেশিনও নিয়ে আসেন সিবিআই আধিকারিকরা। মেশিন আনতে দেখেই আলোড়ন পড়ে এলাকায়। কারণ এর আগেই নিয়োগ দুর্নীতিতে ধৃত রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ কলকাতার বাড়িতে রাখা টাকা গুনতে মেশিন আনতে হয়েছিল।
বিধায়ক জাফিকুল ইসলাম অবশ্য দাবি করেন, কিছুদিন আগে একটা জায়গা বিক্রি করেছিলেন তিনি। সেই টাকার থেকেই ২৪ লক্ষের কিছু বেশি টাকা তিনি বাড়িতে রেখেছিলেন। তাঁর সঙ্গে নিয়োগ দুর্নীতির কোনও যোগ নেই বলেও দাবি করেন বিধায়ক। জানান, সিবিআই অফিসাররা তাঁকে জিজ্ঞাসাবাদ করলে সবরকমভাবে সাহায্য করবেন তিনি। বৃহস্পতিবার রাত সাড়ে আটটা পর্যন্ত বিধায়কের বাড়িতে তল্লাশি চালায় সিবিআই। ১০০ ভরি সোনা মিলেছে বলে জানালেও শেষপর্যন্ত কত টাকা উদ্ধার হয়েছে তা এখনও জানা যায়নি।