শেষ আপডেট: 17th February 2024 08:39
দ্য ওয়াল ব্যুরো: বাংলার ২১ লক্ষ মানুষ যারা ১০০ দিনের টাকা পাননি, তাঁদের বকেয়া মেটাবে রাজ্য। গত ৩ ফেব্রুয়ারি ধর্না মঞ্চ থেকে সেই ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রাথমিকভাবে ২১ ফেব্রুয়ারী ১০০ দিনের শ্রমিকদের বকেয়া টাকা দেওয়ার কথা ছিল। পরে জানানো হয়, আগামী ১ মার্চ শ্রমিকদের অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেবে রাজ্য সরকার। সেই মোতাবেক এবার একাধিক পদক্ষেপ করল রাজ্যের পঞ্চায়েত দফতর।
১০০ দিনের কাজ, গ্রামীণ আবাস যোজনা-সহ বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পে রাজ্যের টাকা আটকে রাখার অভিযোগে গত বছরের ২ ও ৩ অক্টোবর অভিষেকের নেতৃত্বে দিল্লিতে অভিযান করেছিল তৃণমূল। তারপর এই ইস্যুতে জল গড়িয়েছে অনেক দূর। শেষ পর্যন্ত রাজ্যের ১০০ দিনের শ্রমিকদের বকেয়া টাকা মেটানোর ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। গত জানুয়ারি মাসে উত্তরবঙ্গ সফরে গিয়ে বলেছিলেন, "কেন্দ্র টাকা না দিলে আমার বয়েই গেছে।''
এবার ১০০ দিনের শ্রমিকদের সেই টাকা মেটানোর প্রক্রিয়ার বাস্তবায়নে তোড়জোড় শুরু করে দিয়েছে রাজ্য। এই নিয়ে ঠিক কী পদক্ষেপ করেছে পঞ্চায়েত দফতর?